আশা

 আশা
 কি লিখব, কি লিখব
পাইনা খুঁজে ভাষা,
পুরবে না কি আমার মনের
কবি হওয়ার আশা।

লেখাপড়া শিখে আমি
হবো বড় কবি,
আমার কবিতায় আঁকা রবে
বাংলাদেশের ছবি।

আমার কথা শুনে সবাই
করুক হাঁসা-হাসিঁ,
ছড়া-কবিতা লিখতে আমি
অনেক ভালবাসি।

(বরেন্দ্র কইন্যা ’সালমা খাতুন’-এর ছড়া।
লেখিকা একাদশ শ্রেণীর শিক্ষার্থী)

মন্তব্য করুন