‘উজ্জ্বল আগামীর পথে’ কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা

‘উজ্জ্বল আগামীর পথে’ শ্লোগানকে সামনে রেখে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মিললায়তনে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জীবনের স্বপ্ন ও আকাঙ্খা বিষয়ক এক সেমিনার।

বাংলাদেশের স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠান লিভার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড পক্ষে ফেয়ার এ্যান্ড লাভলী ফেসওয়াস এর সৌজন্যে, ‘উজ্জ্বল আগামীর পথে’ শ্লোগানকে সামনে রেখে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের স্বপ্ন বিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যৎ কর্মজীবনের স্বপ্ন ও আকাঙ্খা কথা ব্যক্ত করে এবং সে লক্ষ্যে তারা তাদের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে।

সেমিনারে তাদের শিক্ষার পাশাপাশি সৌন্দর্য সচেতন ও ভাল ব্যক্তিত্ব অর্জনের দিকেও লক্ষ্য রাখতে বলা হয়। কারণ সৌন্দর্য ও ভালো ব্যক্তিত্ব কর্মজীবনের সাফল্যকে বহুলাংশে বাড়িয়ে দেয় বলে সেমিনারের উল্লেখ করা হয়। পরে এক ফটোসেশনে শিক্ষার্থীদের স্বপ্ন ও আকাঙ্খা অনুসারে শিক্ষার্থীদের বিভিন্ন পেশার প্রতীকী ছবি তোলা হয়। উক্ত সেমিনারে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মন্তব্য করুন