এইচএসসি ফলাফল: কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের পাসের হার শতভাগ

এবারের এইচএসসি ফলাফলে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুরে অবস্থিত কলেজটি বরাবরের মত এবারও পাসের হারের দিক থেকে উপজেলায় সবার শীর্ষে অবস্থান করছে।

চলতি ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এ কলেজের ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে এবং সকল শিক্ষার্থী পাস করে। পাসের হার শতকরা ১০০ ভাগ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।

তানোর উপজেলা সদর হতে সাত কিলোমিটার পশ্চিমে তানোর-আমনুরা সড়ক সংলগ্ন কলেজটি, বিগত বছরগুলোতেও পাশের হারের দিক থেকে সবার শীর্ষে অবস্থান করছে। বিগত ২০১৭ সালে পাশের হার ছিলো শতকরা ৯২.১১ ভাগ। জিপিএ ৫ পেয়েছিলো ১ জন শিক্ষার্থী। ২০১৬ সালে পাসের হার ছিলো শতকরা ৯৭.৬৭ ভাগ ও জিপিএ ৫ পেয়েছিলো ৩ জন শিক্ষার্থী।

এছাড়াও চলতি ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ তানোর উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। বিগত ২০১৭ সালেও কলেজটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়।

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস ও বরাবরের মত এবারও তানোর উপজেলায় ফলাফরের দিক থেকে কলেজটির শীর্য অবস্থান ধরে রাখায়, অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সকল শিক্ষার্থী পাস করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা সহ কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ কে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সকলকে শতভাগ পাসের এ অর্জনকে ধরে রাখা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আরো আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

মন্তব্য করুন