কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে মাল্টা চারা রোপিত

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে মাল্টা চারা রোপণ করা হয়েছে। চারা রোপণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

তানোর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বিতরণকৃত মাল্টা চারা কলেজ চত্ত্বরে রোপন করা হয়। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীকে সফল ও আরো বেগবান করার লক্ষ্যে মাল্টা চারাগুলি রোপণ করা হয়।

চারা রোপনের পর অধ্যক্ষ মোঃ আতাউর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীকে বাড়ির আশে-পাশে বেশী করে ফলজ গাছ লাগানোর পরামর্শ দেন। বসতবাড়ির আশে-পাশে বেশী করে ফলজ গাছ লাগানো হলে, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টির চাহিদা অনেকাংশে পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Comments are Closed