ডিজিটাল মেলায় শ্রেষ্ঠ স্টল হিসাবে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের স্টল নির্বাচিত

তানোর উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল, শ্রেষ্ঠ স্টল হিসাবে নির্বাচিত হয়েছে। তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে, স্টলে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষাথীর হাতে শ্রেষ্ঠ স্টলের পুরস্কার তুলে তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী।

এছাড়া ডিজিটাল মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত শিক্ষার্থীদের কুইজ অনুষ্ঠানে, তিনটি পুরস্কারের মধ্যে প্রথম দুটি পুরস্কার লাভ করে কৃষ্ণপুর আদশ মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী।

তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ মতিনুর রহমান সহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ। এ সময় মেলায় অংশগ্রহণকারী স্টলের শিক্ষক-শিক্ষার্থী সহ মেলায় আগত দর্শনার্থীরা উপস্থিত থেকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেন। ডিজিটাল মেলায় তানোর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র সহ তথ্য-প্রযুক্তির বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

জাতীয় ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল পরিচালনা করেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ জালাল উদ্দিন প্রাং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র প্রভাষক জনাব মোঃ সারোয়ার জাহান, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মোঃ আঃ রাহীম। ডিজিটাল মেলার কলেজ স্টলে অত্র কলেজের শিক্ষার্থীরা সার্বক্ষণিক থেকে আগত দর্শনার্থীদের অভ্যর্থনা জানায়।

ডিজিটাল মেলায় কলেজের এ অর্জনে কলেজ অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করেন, এবং বরাবরের মত তথ্য-প্রযুক্তিতে কলেজের এমন সাফল্যকে ধরে রাখার আহবান জানান।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে অনুষ্ঠিত ডিজিটাল মেলায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল শ্রেষ্ঠ স্টল হিসাবে নির্বাচিত হয়ে আসছে।

মন্তব্য করুন