কৃষ্ণপুর মহিলা কলেজ মাঠে সুবর্ণ নাগরিকের পরিচয় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

[সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাঃ শওকাত আলী]

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে সুবর্ণ নাগরিকগণের পরিচয় পত্র বিতরণ এবং মাদক, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাঃ শওকাত আলী, বিশেষ অতিিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব মোঃ মতিনুর রহমান, সভাপতিত্ব করেন কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান। সভায় পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ, সুবর্ণ নাগরিকবৃন্দ, এলাকার স্কুল কলেজের শিক্ষক-শিক্ষাথীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা দপ্তর ও পাঁচন্দর ইউনিয়ন পরিষদ এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করে কলেজের এক শিক্ষার্থী। তারপর স্বাধীনতার জারি গান উপস্থিত শ্রোতাদের গেয়ে শোনান কলেজের কয়েকজন শিক্ষার্থী। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সুবর্ণ নাগরিক গণের অভিভাবক, সুধীজন ও শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী শপথ পাঠ করান এবং সকলকে মাদক মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান। সভার বিশেষ অতিথি সমাজ সেবা কর্মকর্তা শিশুর প্রতিবন্ধীতা রোধকল্পে অভিজ্ঞ ধাত্রী দ্বারা সন্তান জন্মদান ও মায়ের স্বাস্থ্য সেবার উপর গুরুত্ব দান করেন। অনুষ্ঠানের সভাপতি কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তার সভার সমাপনী ভাষণে কলেজ ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে কথা বলেন এবং চলতি শিক্ষা সপ্তাহে রাজশাহীর তানোের উপজেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ ঘোষিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণ নাগরিক গণের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন

 

মন্তব্য করুন