কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে মহান একুশে ফেব্রুয়ারী উদযাপিত

[কলেজ শহীদ মিনারে ভাষা শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন অধ্যক্ষ আতাউর রহমান সহ শিক্ষার্থীবৃন্দ]

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ১৯৫২ সালের মাতৃভাষা রক্ষার জন্য আত্মত্যাগকারী ভাষা শহীদদের মহান ত্যাগের স্মরণে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।

একুশের প্রথম প্রহরে কলেজের শহীদ মিনারে কলেজ অধ্যক্ষ সহ শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে মহান ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকালে অত্র কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের নেতৃত্বে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সুধীজন নগ্নপদে প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন। প্রভাতফেরীটি কলেজ শহীদ মিনার থেকে শুরু হয়ে কলেজের আশেপাশের রাস্তা প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে শেষ হয়।

সকাল ৮ টার দিকে অধ্যক্ষ সহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচী সফল করতে তানোর উপজেলার পথে রওনা হন এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবসের র্যালী, আলোচনা অনুষ্ঠান ও একুশের বইমেলায় অংশগ্রহণ করে।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ছবি দেখতে ক্লিক করুন।

মন্তব্য করুন