তানোরে যথাযোগ্য মর্যদায় বিজয় দিবস পালিত হয়েছে

তানোরে যথাযোগ্য মর্যদায় বিজয় দিবস পালিত হয়েছে। তানোর উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের মূল অনুষ্ঠান। এরপর সকাল আট ঘটিকায় তানোর উপজেলা কেন্দ্রীয় বিজয় দিবসের অনুষ্ঠানের কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা যোগদান করেন। প্রথমে ব্যান্ড বাজিয়ে শিক্ষার্থীরা জাতীয় পতাকায় সালাম প্রদর্শন করে। এর আগে তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বেলুন উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ এমরান আলী মোল্লা, তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী, তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র জনাব গোলাম রাব্বানী সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের নাগরিকবৃন্দ।

বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মনোমুগ্ধকর বিজয় দিবসের ডিসপ্লে। এতে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগী কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে এবং তৃতীয় স্থান অধিকার করে। বিজয় দিবসের রচনা প্রতিযোগিতা, বাদক দল সহ কুচকাওয়াজে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ পুরস্কারে ভূষিত হয়।

বিজয় দিবসের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী স্বাধীনতার স্বপক্ষের মানুষকে একজোট হয়ে আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার কথা বলেন।

Comments are Closed