শতভাগ পাস করায় কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে তানোর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার সুধীজন অংশগ্রহণ করে।

চলতি ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় কলেজের শতভাগ পাসের সাফল্যে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান।

আনন্দ শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে তানোর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট প্রদক্ষিণ সহ সরকারী অফিস সমূহের কর্মকর্তাদের সাথে মিলিত হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান মোঃ আমিরুল ইসলাম কলেজের এমন সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বিগত ২০১৭ সাল ও চলতি ২০১৮ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হওয়া ও শতভাগ পাস করায় সকলকে ধন্যবাদ জানান।

এর পর শোভাযাত্রাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে পৌঁছালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ শামীম খান, কলেজের শিক্ষক শিক্ষার্থীদের শতভাগ পাসের জন্য সকলকে অভিনন্দন জানান।

এরপর আনন্দ শোভাযাত্রাটি কলেজে পৌঁছে এক প্রীতিভোজে অংশগ্রহণ করে।

মন্তব্য করুন