আমাদের কথা

কলেজ অধ্যক্ষের কথা

[মোঃ আতাউর রহমান]

বর্তমানে তথ্য-প্রযুক্তিতে দেশ বেশ এগিয়ে চলেছে। যুগের সাথে সাথে তাল মিলিয়ে পাঠদানের পদ্ধতিও দিনে-দিনে বদলে যাচ্ছে। শ্রেণী শিক্ষা-কার্যক্রম সহ পাঠদানের বিভিন্ন বিষয়ে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরো বেশী গতিশীল করা সম্ভব।

সনাতনী পাঠদান পদ্ধতির চেয়ে প্রযুক্তি নির্ভর পাঠদান পদ্ধতি শিক্ষার্থীদের কাছে আরো বেশী গ্রহণযোগ্য ও কার্যকর। পাঠদানের পদ্ধতিকে আরো বেশী প্রযুক্তি নির্ভর করতে অত্র কলেজের ওয়েবসাইটটি প্রকাশ করা হলো।

এখানে শিক্ষক-শিক্ষার্থীকে এক প্লাটফর্মে দাঁড় করিয়ে, আরো বেশী কার্যকর ভাবে শিক্ষা-কার্যক্রমকে বিস্তৃত করার প্রচেষ্টা গ্রহণ করা হবে।

সাইটটি নির্মাণ ও পরিচালনার জন্য আমি অত্র কলেজে দর্শন বিভাগের সহকারি অধ্যাপক মোঃ জালাল উদ্দিন প্রাং এর কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ। তিনি পরিশ্রম করে সাইটটি তৈরী এবং তা সম্পাদনা করছেন।

মোঃ আতাউর রহমান
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ
তানোর, রাজশাহী।

সাইট সম্পাদকের কথা

[মোঃ জালাল উদ্দিন প্রাং]

দিনে-দিনে ‘দিন’ বদলাই। দিন বদলের প্রক্রিয়া হিসাবে সকলের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি ব্যবহারের বিকল্প নাই। আধুনিক তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে আরো বেশী জনপ্রিয় এবং শিক্ষার্থীদের হাতের নাগালে নিয়ে যাওয়া সম্ভব। সেই লক্ষ্যের প্রাথমিক পদক্ষেপ হিসাবে অত্র কলেজের ওয়েবসাইটটির আত্মপ্রকাশ।

এখানে শ্রেণী শিক্ষা কার্যক্রমকে আরো বেশী গতিশীল ও আনন্দদায়ক করার জন্য অত্র কলেজের উচ্চ-মাধ্যমিক শিক্ষা স্তরের প্রত্যেক বিষয়ের পাঠ্যসূচী অনুযায়ী অধ্যায় ভিত্তিক টিউটোরিয়ালসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিষয় প্রকাশ করা হবে যাতে শিক্ষার্থীরা অনলাইনে তা পড়ে জানতে ও শিখতে পারে।

এছাড়া অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীর প্রতিভা বিকাশের জন্য তাদের লেখা ছড়া, কবিতা, গল্প, গান, প্রবন্ধ, দর্শন সহ সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়মিতভাবে প্রকাশ করা হবে।

সাইটটি নির্মাণ ও পরিচালনার ব্যাপারে যিনি সর্বদা অনুপ্রাণিত করেছেন তিনি অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান। তার নির্দেশনা ও পরামর্শের জন্য আমি তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।

আরো কৃতজ্ঞ অত্র কলেজের শিক্ষক/কর্মচারী সহ শিক্ষার্থীদের নিকট, যারা সব সময় আমাকে বিশেষভাবে সহায়তা করেন।

মোঃ জালাল উদ্দিন প্রাং
সহকারি অধ্যাপক, দর্শন
ও সাইট সম্পাদক
কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ
তানোর, রাজশাহী।