লেখক: কলেজ ডেস্ক

 

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবস উত্সবে কলেজ শিক্ষার্থীরা
বিজয় দিবসে কলেজ শিক্ষার্থীরা ব্যান্ড বাজিয়ে র‍্যালীতে অংশ নেয়।
মহান বিজয় দিবস-২০১২ উদযাপন উপলক্ষে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা সকালে শহীদ মিনারে শহীদদের স্মৃতির উদ্দেশ্য পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও  বিজয় র‍্যালির আয়োজন করে। উক্ত বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ জনাব আতাউর রহমান সহ কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী। র‍্যলি শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবার শেষে খেলাধুলায় বিজয়ী শিক্ষক/শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ জনাব আতাউর রহমান।

ওমর ফারুক চৌধুরী এমপি মন্ত্রীসভায় যোগদানে অভিনন্দন

omar-faruq[মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রী জনাব ওমর ফারুক চীধুরী]

বাংলাদেশের বরেন্দ্রভূমি খ্যাত রাজশাহী জেলার তানোর উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামীলীগ-এর রাজশাহী জেলা শাখার সম্মানীত সম্পাদক ও রাজশাহী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী মহোদয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী হিসাবে যোগদান করাতে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, তানোর, রাজশাহী’র কলেজ পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী সহ সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেছ্ছা। আমরা আশা করছি, তিনি মাননীয় মন্ত্রী হিসাবে তানোর-গোদাগাড়ী সহ দেশের সামগ্রিক উন্নয়নে বরাবরের মত কাজ করে যাবেন। মহান সৃষ্টিকর্তার কাছে তার আরো রাজনৈতিক সাফল্য কামনা করছি এবং সুস্বাস্থ্যসহ দীর্ঘায়ু কামনা করছি-আমিন।

বিদায় অনুষ্ঠান: সাথে ছিলেন মাননীয় সংসদ সদস্য

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-h3N7i229-zc/T2CD2L3MXOI/AAAAAAAAB4w/QQ_E1mokyqY7rKloQsfpPN8_Yr5x969GgCCo/s144-c-o/kamcbd-mp%2B%25289%2529.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/HSC#5719716493680991458″ caption=”kamcbd-mp (9).jpg” type=”image” alt=”kamcbd-mp (9).jpg” ]
[মাননীয় সংসদ সদস্যের আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে কলেজের এক শিক্ষার্থী]

কলেজের আসন্ন এইচ.এ.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১-০৩-২০১২ খৃষ্টাব্দে কলেজ মাঠে কলেজের সভাপতি জনাব আব্দুর রহমান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য (রাজশাহী-১) জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। সাথে বিশেষ অতিথী হিসাবে আরো ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি।  অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণের পর প্রধান অতিথী সহ অন্যান্য অতিথীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর প্রধান অতিথী মাননীয় সংসদ সদস্য মহোদয়কে মানপত্র উপহার দেওয়া হয় এবং কলেজের পক্ষ থেকে কলেজের সভাপতি ও অধ্যক্ষ তাঁকে ক্রেস্ট প্রদান করেন। প্রধান অতিথী হিসাবে তিনি তার বক্তব্যে  বিদায়ী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীকে প্রকৃত জ্ঞান লাভ করে মানুষের মত মানুষ হওয়ার পরামর্শ দেন। দীর্ঘ জ্ঞানগর্ভ বক্তব্যে তিনি শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে তার সময়কালে অত্র অঞ্চলের শিক্ষার অগ্রগতি ও উন্নয়নের কথা বলেন। এর পর তিনি কলেজের কৃতী শিক্ষক- শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন।

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-prwRuq2SXiA/T2CDjd1uDOI/AAAAAAAAB4w/vXlnnyuLvKUgG6owNkIkA43mkjZe7g_1gCCo/s144-c-o/kamcbd-mp%2B%25288%2529.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/HSC#5719716172089134306″ caption=”kamcbd-mp (8).jpg” type=”image” alt=”kamcbd-mp (8).jpg” ]
[মাননীয় সংসদ সদস্য মহোদয়কে মানপত্র উপহার দিচ্ছে কলেজের এক শিক্ষার্থী]
[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-nUudVB3tpGU/T2CDgb94zII/AAAAAAAAB4w/RUYZKQZO5nox-T_NKzKyv7pF1S14t-J-gCCo/s144-c-o/kamcbd-mp%2B%25287%2529.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/HSC#5719716120046914690″ caption=”kamcbd-mp (7).jpg” type=”image” alt=”kamcbd-mp (7).jpg” ]
[মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ক্রেস্ট উপহার দিচ্ছেন কলেজের সভাপতি ও অধ্যক্ষ]
[অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজনের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য]
[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-hDEqxfA5-oo/T2CBeYRi8dI/AAAAAAAAB40/MH0EMpaK_7wh6BoOvFMtAj_58-iA-GFeQCCo/s144-c-o/kamcbd-mp%2B%25283%2529.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/HSC#5719713885672632786″ caption=”kamcbd-mp (3).jpg” type=”image” alt=”kamcbd-mp (3).jpg” ]
[মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছ থেকে কলেজের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার নিচ্ছেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জালাল উদ্দিন প্রাং]

শ্রদ্ধাঞ্জলী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

bangabundhu[জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান]

বাঙালী জাতির মহান স্বাধীনতার মাসে গভীরভাবে শ্রদ্ধা জানায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মুক্তিকামী বাঙালীর মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ জাতীয় চারনেতা ও অসংখ্য বীর শহীদদের। যারা নিজেদের জীবন দিয়ে বাঙালী জাতিকে মুক্ত করেছিলেন এবং সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আজকে আমরা অবনত চিত্তে সেই বীরদের স্মরণ করছি।

তোমাদের ঋণ কোন দিনই শোধ হবার নয়। কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচছা।

নতুন প্রজন্মের মুক্তযুদ্ধের গান

ভুলব না তোমাদের ভুলব না গো
রক্তের শোধ মোরা নেবই নেব
অন্যায়-অবিচার জুলুম-শোষণ
রুখতে না হয় আবার যুদ্ধে যাবো
আমরা দেশের কোটি জনতা,
দীপ্ত কণ্ঠে আজ শপথ নেবো।।

বাংলা মাকে করতে স্বাধীন
জীবন দিলো লাখো সোনার ছেলে
পাক-হানাদার দেশী সহ-বাহিনী
করলো শ্মশান দিলো সব জ্বালিয়ে
হাজার বোনের মান হারালাম,
নেবই নেব শোধ, শপথ নেবো।।

আমরা মাগো তোর কোটি সন্তান
জীবন দেবো শুধু দেব নাক মান
ধর্মান্ধতা-সন্ত্রাস-অবিচার
রুখবো না হয় দিয়ে জীবন আবার
রক্তে রাঙা সবুজ ঐ পতাকার,
রাখতে মান হবো শহীদ হবো।।

রচনায়:
মোঃ জালাল উদ্দিন প্রাং
সহকারী অধ্যাপক, দর্শন
কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ।

তোমরা যাঁরা

জাতীয় স্মৃতিসৌধ
[বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় যাদের রক্তের ঋণ কোনদিন শোধ হবার নয়,
সেই মুক্তিপাগল দামাল ছেলেদের স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে। তোমাদের কথা ভুলবার নয়]
 
তোমরা যাঁরা দেশের জন্য দিয়ে গেছো দেহ-প্রাণ
ধন্য-ধন্য তোমাদের স্মৃতি, কখনো কী হবে ম্লান?
তোমরা যাঁরা সাহসের সাথে করেছ যুদ্ধজয়
বলতে চাই তোমাদের আজ, ভুলি নাই ভুলি নাই।
তোমরা যারা বুকের রক্তে লিখেছ বাংলাদেশ-
করতে গর্ব তোমাদের নিয়ে, রয়েছে কী কোন ক্লেশ?
তোমরা যাঁরা ছিনিয়ে এনেছ একটি স্বাধীন দেশ
তোমাদের কথা রবে ততদিন, থাকলে বাংলাদেশ।
লিখেছেন:
শরিফুল ইসলাম
সিনিয়র প্রভাষক, ইংরেজী বিভাগ।
কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ।
তানোর রাজশাহী, বাংলাদেশ।

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ

Krishnapur Collegeকৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ
এখানে পড়লে বাড়বে নলেজ

হবো জ্ঞানী, হবে ভাল ফলাফল
নারীর অধিকার করবো দখল।

মোদের কলেজে আছে পড়াশুনা আর হাসি-খুশি
তাইতো মোরা এই কলেজে বারবার ফিরে আসি
প্রাকৃতিক সৌন্দর্যে ফুলে ফুলে ভরা
পাঠ্যের সাথে প্রাকৃতিক শিক্ষায় জীবন গড়া।শিক্ষকেরা জ্ঞানী আর আন্তরিকতাপূর্ণ
জীবন চলার পথে মূর্খতা করবো চূর্ণ-বিচূর্ণ
দিবেন তারা শিক্ষা উৎসাহ আর প্রেরণা
দূরীভূত হবে সকল শিক্ষার্থীর আনমনা।

মোদের কলেজে তুমি যাবে মোদের সাথে
এক সাথে চলবো হাতে হাত রেখে
হবে অনেক পড়াশুনা আর অনেক আনন্দ
বন্ধু মোরা সবাই করবো না দ্বন্দ্ব।

 
(বরেন্দ্র কইন্যা শাহিনুর খাতুন-এর কবিতা।
লেখিকা একাদশ শ্রেণীর শিক্ষার্থী)