ক্যাটাগরি পুরস্কার

পুরস্কার

 

শ্রেষ্ঠ কলেজ হিসাবে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজকে ক্রেস্ট প্রদান

শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত ২০১৭ সালের শিক্ষা সপ্তাহে তানোর উপজেলায় কলেজ পর্যায়ে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করায়, শ্রেষ্ঠ কলেজের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

এছাড়া শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, হামদ/নাত, দলীয় জারি গান ও নৃত্যে প্রথম স্থান অধিকার করার তাদেরও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী, কলেজ অধ্যক্ষ ও শিক্ষার্থীদের হাতে শ্রেষ্ঠ কলেজের ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী সভার প্রধান অতিথি ও তানোর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ এমরান আলী মোল্লা ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য; শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত ২০১৭ সালের শিক্ষা সপ্তাহে, মন্ত্রনালয়ের ঘোষিত নীতিমালা অনুসারে, রাজশাহীর তানোর উপজেলার সব কলেজকে পিছনে ফেলে সবচেয়ে বেশী পয়েন্ট পেয়ে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করে।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করায়, অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পরিষদের সকল সদস্য সহ এলাকার রাজনীতিবিদ ও সুধীজনদের ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডিজিটাল মেলায় শ্রেষ্ঠ স্টল হিসাবে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের স্টল নির্বাচিত

তানোর উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল, শ্রেষ্ঠ স্টল হিসাবে নির্বাচিত হয়েছে। তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে, স্টলে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষাথীর হাতে শ্রেষ্ঠ স্টলের পুরস্কার তুলে তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী।

এছাড়া ডিজিটাল মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত শিক্ষার্থীদের কুইজ অনুষ্ঠানে, তিনটি পুরস্কারের মধ্যে প্রথম দুটি পুরস্কার লাভ করে কৃষ্ণপুর আদশ মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী।

তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ মতিনুর রহমান সহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ। এ সময় মেলায় অংশগ্রহণকারী স্টলের শিক্ষক-শিক্ষার্থী সহ মেলায় আগত দর্শনার্থীরা উপস্থিত থেকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেন। ডিজিটাল মেলায় তানোর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র সহ তথ্য-প্রযুক্তির বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

জাতীয় ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল পরিচালনা করেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ জালাল উদ্দিন প্রাং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র প্রভাষক জনাব মোঃ সারোয়ার জাহান, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মোঃ আঃ রাহীম। ডিজিটাল মেলার কলেজ স্টলে অত্র কলেজের শিক্ষার্থীরা সার্বক্ষণিক থেকে আগত দর্শনার্থীদের অভ্যর্থনা জানায়।

ডিজিটাল মেলায় কলেজের এ অর্জনে কলেজ অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করেন, এবং বরাবরের মত তথ্য-প্রযুক্তিতে কলেজের এমন সাফল্যকে ধরে রাখার আহবান জানান।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে অনুষ্ঠিত ডিজিটাল মেলায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল শ্রেষ্ঠ স্টল হিসাবে নির্বাচিত হয়ে আসছে।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ শিক্ষার্থীদের দুই দিন ব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১২ ও ১৩ মার্চ অনুষ্ঠিত দুই দিনে কলেজের ৫০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের ট্রেনিং বাসের সুসজ্জিত ভ্রাম্যমান ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার আঃ মতিন। প্রশিক্ষণে সহায়তা করেন কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র প্রভাষক সারোয়ার জাহান। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা প্রদান করেন, কলেজ অধ্যক্ষ মোঃ আতাউর রহমান।

উক্ত প্রশিক্ষণে শিক্ষার্থীদের আধুনিক তথ্য-প্রযুক্তির বিভিন্ন বিষয় হাতে-কলমে দেখান এবং তথ্য-প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ দেন।

 

একুশে বইমেলার সমাপ্তি: শ্রেষ্ঠ স্টল হিসাবে কৃষ্ণপুর মহিলা ডিগ্রী কলেজের স্টল নির্বাচিত

[উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাঃ শওকাত আলীর কাছ থেকে শ্রেষ্ঠ স্টলের পুরস্কার নিচ্ছেন কলেজ অধ্যক্ষ আতাউর রহমান, মঞ্চে আছেন সহকারী কমিশনার (ভূমি) জনাবা মোছাঃ নিলুফা ইয়াসমিন]

তানোর উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিন ব্যাপী মহান একুশে বইমেলা সমাপ্ত হয়েছে। একুশে বইমেলায় শ্রেষ্ঠ স্টল হিসাবে নির্বাচিত হয়েছে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল এবং অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান পাঠক কর্ণারের বইপড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পাঠক হিসাবে নির্বাচিত হন। তিন দিন আগে তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় এমপি জনাব ওমর ফারুক চৌধুরী একুশে বইমেলার উদ্ভোধন করেন।

একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাঃ শওকাত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাবা নিলুফা ইয়াসমিন। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব আঃ রহিম। এছাড়া উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বই পড়া ও ভাষার সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষা-সংস্কৃতিতে বলিয়ান হয়ে তানোর উপজেলাকে আদর্শ উপজেলায় রুপান্তরের কথা বলেন। সভার বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) তার বক্তব্যে একুশের অনুষ্ঠান ও বইমেলা আয়োজনে সকলের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

একুশে বইমেলায় উপজেলা প্রশাসন ও পাঠকগণের বিচারে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টলকে শ্রেষ্ঠ বলে নির্বাচন করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাঃ শওকাত আলী কলেজ অধ্যক্ষ আতা্উর রহমানের হাতে শ্রেষ্ঠ স্টলের পুরস্কার তুলে দেন এবং নিজের শ্রেষ্ঠ পাঠকের পুরস্কার নেন কলেজ অধ্যক্ষ। একুশে বইমেলায় কলেজ স্টলের সার্বিক দায়িত্বে ছিলেন জীববিদ্যা বিভাগের সিনিয়র প্রভাষক কামারুজ্জামান মাসুদ এবং ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আঃ রাহীম। সার্বিক সহযোগীতা করেছে কলেজের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা উপস্থিত শ্রোতাদের স্বাধীনতার জারি গান গেয়ে শোনান। জারি গানটি লিখেছেন অত্র কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জালাল উদ্দিন প্রামাণিক। তবলায় ছিলেন মনোবিজ্ঞান বিভাগের প্রদর্শক মোঃ সাইফুল ইসলাম।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন-২০১৭ এর ছবি দেখতে এখানে ক্লিক করুন

 

তানোর উপজেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ শ্রেষ্ঠ কলেজ ঘোষিত

চলতি শিক্ষা সপ্তাহে তানোর উপজেলায় কলেজ পর্যায়ে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করেছে। এছাড়া শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, হামদ/নাত, দলীয় জারি গান ও নৃত্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত ২০১৭ সালের শিক্ষা সপ্তাহে, মন্ত্রনালয়ের ঘোষিত নীতিমালা অনুসারে, রাজশাহীর তানোর উপজেলার সব কলেজকে পিছনে ফেলে সবচেয়ে বেশী পয়েন্ট পেয়ে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করেছে। কলেজটি শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করায়, অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পরিষদের সকল সদস্য সহ এলাকার রাজনীতিবিদ ও সুধীজনদের ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কলেজের এমন সাফল্যে অধ্যক্ষ বরাবরের মত সকলের সহযোগিতা কামনা করেছেন, যাতে করে শিক্ষা-সংস্কৃতির এমন সাফল্যকে ধরে রেখে তা আরো বিস্তৃত করা যায় এবং শিক্ষার সুফল দেশব্যপী ছড়িয়ে দেওয়া যায়।

 

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

kamdc-edu=bd-8

{প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ]

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় তানোর উপজেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ফলাফলের দিক থেকে সবার শীর্ষে অবস্থান করায়, কলেজ প্রাঙ্গনে বনভোজনের আয়োজন করা হয়। কলেজের বার্ষিক বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন রাকাব পাচন্দর শাখার ব্যবস্থাপক মসিউর রহমান, পাচন্দর ইউপি সদস্য আঃ গাফ্ফার ও সাবেক সদস্য জাইদুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে কলেজের সাফল্যে ভূয়সী প্রশংসা করে সাফল্য ধরে রাখার পরামর্শ দেন এবং ভবিষ্যতে আরো ভাল করার পরামর্শ দেন।

এর পর অতিথি সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ দুপুরের খাবার গ্রহণ করেন। বিকালে কলেজ শিক্ষার্থীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।