ক্যাটাগরি অনুষ্ঠান

অনুষ্ঠান

 

জনাব ওমর ফারুক চৌধুরী এমপি কে অভিনন্দন ও শুভেচ্ছা


[মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী]

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, ১১ম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে তৃতীয় বারের মত নির্বাচিত হওয়ায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, তানোর, রাজশাহী- এর অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

তানোর-গোদাগাড়ী উপজেলা সহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বরাবরের মত তিনি কাজ করে যাবেন বলে আমরা বিশ্বাস করি। নারী শিক্ষা সহ তৃণমূল পর্যায়ের শিক্ষা বিস্তারে বরাবরের মত তাঁর আগ্রহ ও সুনজর কামনা করছি।

শুভেচ্ছান্তে-
কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ।

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজে বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জীবন ও কর্ম বিষয়ে শিক্ষার্থীদের আরো বেশী জ্ঞান লাভ ও তাঁর আদর্শে অনুপ্রাণিত করার লক্ষ্যে কলেজ পাঠাগারের একটি কক্ষে বঙ্গবন্থু কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জীবন ও কর্মের বিভিন্ন বিষয় নিয়ে সাজানো বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ কলেজ পরিচালনা কমিটির সম্মানীত সদস্যবৃন্দ।

বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আতাউর রহমান শিক্ষার্থীদের আরো ভালোভাবে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে পড়া-শোনার আহবান জানান। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে শিক্ষার্থীদের পথ চলার পরামর্শ দেন।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে মাল্টা চারা রোপিত

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে মাল্টা চারা রোপণ করা হয়েছে। চারা রোপণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

তানোর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বিতরণকৃত মাল্টা চারা কলেজ চত্ত্বরে রোপন করা হয়। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীকে সফল ও আরো বেগবান করার লক্ষ্যে মাল্টা চারাগুলি রোপণ করা হয়।

চারা রোপনের পর অধ্যক্ষ মোঃ আতাউর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীকে বাড়ির আশে-পাশে বেশী করে ফলজ গাছ লাগানোর পরামর্শ দেন। বসতবাড়ির আশে-পাশে বেশী করে ফলজ গাছ লাগানো হলে, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টির চাহিদা অনেকাংশে পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক এক সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী সহ শিক্ষার্থীবৃন্দ।

‘নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব’ শিরোনামে আলোচিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি শিক্ষক-শিক্ষার্থীকে সড়কে নিরাপদে চলাফেরা করা এবং ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন।

আলোচনা শেষে শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সকলকে সচেতন করার লক্ষ্যে, এক র্যালীতে অংশগ্রহণ করে।

 

স্কাউট সমাবেশে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের ১ম স্থান অর্জন

স্কাউট সমাবেশে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ১ম স্থান অর্জন করেছে। চলতি ২০১৮ সালে অনুষ্ঠিত উপজেলা স্কাউট সমাবেশে উপজেলা পর্যায়ে কলেজটি বরাবরের মত শ্রেষ্ঠ অবস্থান ধরে রাখে।

উপজেলা স্কাউট সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফরুক চৌধুরী।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক জনাব মোঃ আবদুল্লাহ-আল-মামুন, উপজেলা যুবলীগ সভাপতি জনাব মোঃ লুৎফর হায়দার রশীদ (ময়না), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আবদুল্ল্যাহ আল মামুন সহ উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা।

উপজেলা স্কাউট সমাবেশে তানোর উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ বরাবরের মত ১ম স্থান অর্জন করে। এর আগে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত স্কাউট সমাবেশে অত্র কলেজ ১ম স্থান অর্জন করে।

উল্লেখ্য, চলতি ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শতভাগ পাস করার গৌরব অর্জন করে।

শতভাগ পাস করায় কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে তানোর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার সুধীজন অংশগ্রহণ করে।

চলতি ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় কলেজের শতভাগ পাসের সাফল্যে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান।

আনন্দ শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে তানোর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট প্রদক্ষিণ সহ সরকারী অফিস সমূহের কর্মকর্তাদের সাথে মিলিত হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান মোঃ আমিরুল ইসলাম কলেজের এমন সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বিগত ২০১৭ সাল ও চলতি ২০১৮ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হওয়া ও শতভাগ পাস করায় সকলকে ধন্যবাদ জানান।

এর পর শোভাযাত্রাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে পৌঁছালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ শামীম খান, কলেজের শিক্ষক শিক্ষার্থীদের শতভাগ পাসের জন্য সকলকে অভিনন্দন জানান।

এরপর আনন্দ শোভাযাত্রাটি কলেজে পৌঁছে এক প্রীতিভোজে অংশগ্রহণ করে।