ক্যাটাগরি নোটিস

নোটিস

 

এইচএসসি ফলাফলে এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ শীর্ষে

kamdc

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ বরাবরের মত এবারও তানোর উপজেলায় ফলাফলের দিক থেকে শীর্ষ স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

রাজশাহী জেলার বরেন্দ্রভূমি খ্যাত তানোর উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এবারের এইচএসসি পরীক্ষায়, তানোর উপজেলার সব কলেজকে পিছনে ফেলে ফলাফলের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। পাশের হার ৯৭.৬৭%।

পাশের হার  বিশ্লেষণ করলে দেখা যায়, তানোর সদরে অবস্থিত তানোর আব্দুল করিম সরকার ডিগ্রী ও বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ৩৪০ জন, এর মধ্যে পাস করেছে ১৬৪ জন, ফেল করেছে ১৭৬ জন। পাশের হার ৪৯.৫৫%। তালন্দ ললিত মোহন ডিগ্রী ও বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৩৮৮ জন, এর মধ্যে পাস করেছে ২১০ জন, ফেল করেছে ১৭৮ জন। পাশের হার ৫৫.১২%। তানোর মহিলা ডিগ্রী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৪৫ জন, এর মধ্যে পাস করেছে ২৬ জন, ফেল করেছে ১৯ জন। পাশের হার ৫৭.৭৮%। কালিগঞ্জ ডিগ্রী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৯৭ জন, এর মধ্যে পাস করেছে ৫৩জন, ফেল করেছে ৪৪ জন। পাশের হার ৫৪.৬৪%। মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজের পরীক্ষার্থী সংখ্যা ১৮০ জন, এর মধ্যে পাস করেছে ১৩৫ জন, ফেল করেছে ৪৫ জন। পাশের হার ৭৫%। মুন্ডুমালা মহিলা ডিগ্রী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৮৮ জন, এর মধ্যে পাস করেছে ৬৭ জন, ফেল করেছে ২১ জন। পাশের হার ৭৬.১৪%। কোয়েল আদর্শ কলেজের পাশের হার ৮৪%। লালপুর মডেল কলেজের ৬৮.১৮%। কচুয়া আইডিয়াল কলেজের পাশের হার ৬৪%। উপজেলার কলেজগুলোর মধ্যে সবচেয়ে পাশের হার কম সরনজাই ডিগ্রী কলেজ। এই কলেজের পাশের হার ৪২.৫৭%।

উল্লেখ্য, কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ থেকে মোট ৪৩ জন পরীক্ষার্থীর মধ্য ১ জন বাদে সকল শিক্ষার্থীই পাশ করেছে এবং ৩ শিক্ষার্থী এ+ পেয়েছে।

পরীক্ষায় এমন ফলাফলে কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করলেও আগামীতে যেন শতভাগ পাশ করে, এ লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাশে আরো বেশী মনোযোগী হবার আহবান জানিয়েছেন।

বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে সাথে ছিলেন মাননীয় এমপি

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-VYSenPO2Yqs/Vnf9Sb0RZfI/AAAAAAAAB9A/1OCRedDDuVgCFhMcaoAPAYBWw91B02-4wCCo/s144-c-o/IMG_20151217_011628.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/braGWD#6230727102636844530″ caption=”” type=”image” alt=”IMG_20151217_011628.JPG” ]

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কলেজ মাঠে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর গোদাগাড়ি আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী। এ সময় তার সফরসঙ্গী হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী জনাব গোলাম রাব্বানী সহ আরো অনেকে।

রাত বারোটা এক মিনিটে কলেজ অধ্যক্ষ জনাব আতাউর রহমান এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর এলাকার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। সকাল দশটা থেকে কলেজ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী পৌঁছে শিক্ষার্থীদের খেলাধুল দেখেন এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে একান্ত আলাপচারিতায় মেতে উঠেন। তিনি কলেজ মাঠে ঘাসের উপর সবাইকে নিয়ে বসেন এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পাশে বসে শিক্ষা ও উপদেশমূলক আলাপচারিতায় দীর্ঘ সময় কাটান এবং শিক্ষক-শিক্ষার্থী সহ সকলকে নিয়ে মাঠে বসে এক সাথে দুপুরের খাবার খান। দুপুরের খাওয়া-দাওয়া শেষে আবারো তিনি শিক্ষক-শিক্ষার্থীর সাথে বসে আরো কিছু সময় কাটান। এ সময় তিনি শিক্ষকদের আরো বেশী করে শিক্ষার্থীদের সময় দিতে বলেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ গঠনের কথা বলেন।

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-9Ed4AuAno3I/VnGSIQHuZ9I/AAAAAAAAB7A/x2NPwEBbdjMIXQUUsAgtxwx-tPv1oQTzQCCo/s144-c-o/IMG_20151216_210333.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/braGWD#6228920430094084050″ caption=”” type=”image” alt=”IMG_20151216_210333.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-ejKvhOaSac0/VnGuBzkcPMI/AAAAAAAAB7Q/HwL98aZFQ9425_dhW6s1W4x4TJ8niwK8ACCo/s144-c-o/IMG_20151217_002550.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/braGWD#6228951105676262594″ caption=”” type=”image” alt=”IMG_20151217_002550.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-R5sZchEWXKI/VnGwY0pZ7GI/AAAAAAAAB7c/bn3XeCXnavQLkGRke_56RmdagX_fz8WrACCo/s144-c-o/IMG_20151217_002909.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/braGWD#6228953700125764706″ caption=”” type=”image” alt=”IMG_20151217_002909.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-YtdZs973jR4/VnGyZbRNj2I/AAAAAAAAB7o/t5Fsly0oafc6RKGb7gmCakCmV-IX_dOzgCCo/s144-c-o/IMG_20151217_003213.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/braGWD#6228955909516529506″ caption=”” type=”image” alt=”IMG_20151217_003213.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-M33mCSWZNuc/VnG6UGGv7aI/AAAAAAAAB8M/dqicAEMjvOY2LRajpAnftHcnNcR9aiMrwCCo/s144-c-o/IMG_20151217_010545.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/braGWD#6228964614029176226″ caption=”” type=”image” alt=”IMG_20151217_010545.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-uHXREWHAM34/Vnfy81R7DsI/AAAAAAAAB8w/188kn8AOmrcbAMASTF0YiMVIjKr6hy5hwCCo/s144-c-o/IMG_20151221_182221.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/braGWD#6230715736398696130″ caption=”” type=”image” alt=”IMG_20151221_182221.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-NQ6UYqlekfs/VngFJyQTMOI/AAAAAAAAB9Q/iM7k2TC_rkwTkIUOfAIm7_EM6vwQ7wPfQCCo/s144-c-o/IMG_20151221_194022.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/braGWD#6230735750134182114″ caption=”” type=”image” alt=”IMG_20151221_194022.JPG” ]

ডিজিটাল মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ এবারও প্রথম

kamdc-digital-mela5-2015

তানোর উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ পালন উপলক্ষে আয়োজিত মেলায় এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

তানোর উপজেলায় আয়োজিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী। ১৪ ও ১৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ পালন অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। ডিজিটাল মেলায় উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারী-বেসরকারী ২৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বরাবরের মত এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মেলায় তার প্রথম স্থান অক্ষুন্ন রাখে। দ্বিতীয় স্থান অদিকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা আফিস ও তৃতীয় স্থান অধিকার করে মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়। জেলা প্রশাসক মেলায় বিজয়ী প্রতিষ্ঠানসমূহকে ক্রেস প্রদান করেন।

ডিজিটাল মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে শিক্ষা বিষয়ক ডিজিটাল কনটেন্ট উপস্থাপন ও কলেজের নিজস্ব ওয়েবসাইট ডিজাইন ও সম্পাদনা করেন, অত্র কলেজের দর্শন বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ জালাল উদ্দিন প্রাং, তাঁকে সহযোগীতা করেন আইসিটি বিষয়ের সিনিয়র প্রভাষক সারোয়ার জাহান ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মোঃ রাহিম।

উল্লেখ্য, চলতি সালে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় অত্র কলেজ ১ম স্থান অর্জন করে।

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-ZyWL5owqDns/VfxFILklZfI/AAAAAAAABy8/TusdLiETDqspFA-509jSotROBe2L8gPDwCCo/s144-c-o/kamdc-digital-mela3-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195903194202465778″ caption=”মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী।” type=”image” alt=”kamdc-digital-mela3-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-W5L9ByP4Jaw/VfxGJOitVtI/AAAAAAAABzE/Uz3VIUiX5oQPF828puNPFC9oD2gibgdaACCo/s144-c-o/kamdc-digital-mela-banar-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195904311691400914″ caption=”” type=”image” alt=”kamdc-digital-mela-banar-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-_2Jy_pG0gK4/VfrZrCxrovI/AAAAAAAABxA/XcvMLMuyk10ziWYazBMIpE0Rr9fk1aTNACCo/s144-c-o/kamdc-digital-mela6-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195503570904392434″ caption=”জেলা প্রশাসক মহোদয় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।” type=”image” alt=”kamdc-digital-mela6-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-ZjQPdhn9650/VfrZ4_QjMdI/AAAAAAAABxQ/uu9HnrlR_Y8Zb9Ytieceq5InpvEs2acaACCo/s144-c-o/kamdc-digital-mela8-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195503810478289362″ caption=”” type=”image” alt=”kamdc-digital-mela8-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-LhAIyP8KbBc/VfrZx6CU5UI/AAAAAAAABxI/m8YPgneLWvs4Zop5x-vl9UqmbNS8cyagwCCo/s144-c-o/kamdc-digital-mela7-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195503688817370434″ caption=” ” type=”image” alt=”kamdc-digital-mela7-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-CCVdiNe53mI/VfrZ8ZJw2eI/AAAAAAAABxY/c2No4Hcm42IGjr96ZEj_Anrn2kVs_wGvwCCo/s144-c-o/IMG_20150915_172919_1.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195503868968753634″ caption=”” type=”image” alt=”IMG_20150915_172919_1.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-XBmxEYtDGwg/VfxHe38ytwI/AAAAAAAABzM/FzLA200lgyAe7-a0QzNPVXAMIn7VFWajACCo/s144-c-o/kamdc-digital-mella2-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195905783095539458″ caption=” ” type=”image” alt=”kamdc-digital-mella2-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-Khz5lXXNsn4/VfxOTwJC8JI/AAAAAAAABzk/S5bANzW3CkMFbtAmtfO163ZSLBeWV3buACCo/s144-c-o/IMG_20150914_100447_1.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195913288602284178″ caption=”” type=”image” alt=”IMG_20150914_100447_1.jpg” ]

তানোরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ পালিত হচ্ছে

[মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী]

[মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী]

তানোর উপজেলায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ পালিত হচ্ছে। ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ এর শুভ উদ্বোধন করেন তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুনীরুজ্জামান ভূইয়া। মেলায় উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান আংশগ্রহণ করে। বরাবরের মত এবারও কুষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, গত ২০১৪ সালে অনুষ্ঠিত ডিজিটাল মেলায় অত্র কলেজ ১ম স্থান অর্জন করে।

12030499_904768626297667_7348611246363350219_okamdc

এইচএসসি ফলাফলে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ এবারও সেরা

বিজয় দিবস উত্সবে কলেজ শিক্ষার্থীরাসদ্য প্রকাশিত ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ প্রথম স্থান আর্জন করেছে। রাজশাহী জেলার তানোর উপজেলা সদর হতে ৬ কি:মি: পশ্চিমে, তানোর-মুন্ডুমালা সড়কের পাশে কৃষ্ণপুর গ্রামে প্রতিষ্ঠিত কলেজটি, এবারও উপজেলায় ফলাফল এর দিক থেকে প্রথম স্থান লাভ করে। পাশের হার শতকরা ৯৮ ভাগ।

তানোর উপজেলায় প্রতিষ্ঠিত নারী শিক্ষায় নিবেদিত কলেজটি, প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকা তথা বরেন্দ্র অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি সহ মানুষের সামগ্রিক জীবন-মান উন্নয়নের চেষ্ঠা করে যাচ্ছে। শিক্ষার পাশাপাশি দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারে কলেজটির রয়েছে গৌরব উজ্জল ভূমিকা।

অতীতের ন্যায় এবারও এইচএসসি ফলাফল ভালো হওয়ার কারণে কলেজের অধ্যক্ষ মো: আতাউর রহমান, সদ্য পাসকৃত শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। আরো ধন্যবাদ জানিয়েছেন কলেজের সকল শিক্ষক-কর্মচারী সহ অভিভাবকদের।

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

 HSC-2015

[প্রধান অতিথির বক্তব্য রাখছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা” ]

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।

গত ২২ মার্চ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির সাথে আরো উপস্থিত ছিলেন রাকাব পাঁচন্দর শাখার ব্যবস্থাপক সহ বিভিন্ন স্কুল-মাদ্রাসা প্রধান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

কলেজে পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মো: আতাউর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় গির্জার প্রধান পুরোহিত সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় গভীর মনোযোগ ও চরিত্র গঠনের প্রতি মনোনিবেশ করার আহব্বান জানান। তিনি তার বক্তব্যে কলেজের পরিবেশ ও শিক্ষার্থীদের শৃঙ্খলা দেখে মুগ্ধ হন ও তার ভূয়সী প্রসংশা করেন এবং কলেজের সার্বিক অবস্থায় সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষার বিষয়ে আরো বেশী পরিশ্রম ও মনোযোগী হতে পরামর্শ দেন। সবশেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থী আয়োজিত ভোজসভায় সকলে যোগ দেন।