ক্যাটাগরি পুরস্কার

পুরস্কার

 

এইচএসসি ফলাফলে এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শীর্ষে

এইচএসসি পরীক্ষার ফলাফলে, বরাবরের মত এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, তানোর উপজেলায় সবার শীর্ষে অবস্থান করছে। পাশের হার শতকরা ৯৪ ভাগ এবং জিপিএ ৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।

রাজশাহী জেলার বরেন্দ্রভূমি খ্যাত তানোর উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, চলতি ২০১৯ খৃষ্টাব্দে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায়, ফলাফলের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। পাশের হার শতকরা ৯৪ ভাগ । বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশ সহ জিপিএ ৫ পেয়েছে মানবিক বিভাগের এক শিক্ষার্থী।

পরীক্ষায় এমন ফলাফলে কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করলেও, গতবারের মত যেন শতভাগ পাশ করে, সে লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাশে আরো বেশী মনোযোগী হবার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অত্র কলেজের পাশের হার ছিলো, শতকরা ১০০ ভাগ এবং জিপিএ ৫ পেয়েছিল ১ জন শিক্ষার্থী।

স্কাউট সমাবেশে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের ১ম স্থান অর্জন

স্কাউট সমাবেশে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ১ম স্থান অর্জন করেছে। চলতি ২০১৮ সালে অনুষ্ঠিত উপজেলা স্কাউট সমাবেশে উপজেলা পর্যায়ে কলেজটি বরাবরের মত শ্রেষ্ঠ অবস্থান ধরে রাখে।

উপজেলা স্কাউট সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফরুক চৌধুরী।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক জনাব মোঃ আবদুল্লাহ-আল-মামুন, উপজেলা যুবলীগ সভাপতি জনাব মোঃ লুৎফর হায়দার রশীদ (ময়না), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আবদুল্ল্যাহ আল মামুন সহ উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা।

উপজেলা স্কাউট সমাবেশে তানোর উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ বরাবরের মত ১ম স্থান অর্জন করে। এর আগে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত স্কাউট সমাবেশে অত্র কলেজ ১ম স্থান অর্জন করে।

উল্লেখ্য, চলতি ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শতভাগ পাস করার গৌরব অর্জন করে।

শতভাগ পাস করায় কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে তানোর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার সুধীজন অংশগ্রহণ করে।

চলতি ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় কলেজের শতভাগ পাসের সাফল্যে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান।

আনন্দ শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে তানোর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট প্রদক্ষিণ সহ সরকারী অফিস সমূহের কর্মকর্তাদের সাথে মিলিত হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান মোঃ আমিরুল ইসলাম কলেজের এমন সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বিগত ২০১৭ সাল ও চলতি ২০১৮ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হওয়া ও শতভাগ পাস করায় সকলকে ধন্যবাদ জানান।

এর পর শোভাযাত্রাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে পৌঁছালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ শামীম খান, কলেজের শিক্ষক শিক্ষার্থীদের শতভাগ পাসের জন্য সকলকে অভিনন্দন জানান।

এরপর আনন্দ শোভাযাত্রাটি কলেজে পৌঁছে এক প্রীতিভোজে অংশগ্রহণ করে।

এইচএসসি ফলাফল: কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের পাসের হার শতভাগ

এবারের এইচএসসি ফলাফলে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুরে অবস্থিত কলেজটি বরাবরের মত এবারও পাসের হারের দিক থেকে উপজেলায় সবার শীর্ষে অবস্থান করছে।

চলতি ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এ কলেজের ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে এবং সকল শিক্ষার্থী পাস করে। পাসের হার শতকরা ১০০ ভাগ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।

তানোর উপজেলা সদর হতে সাত কিলোমিটার পশ্চিমে তানোর-আমনুরা সড়ক সংলগ্ন কলেজটি, বিগত বছরগুলোতেও পাশের হারের দিক থেকে সবার শীর্ষে অবস্থান করছে। বিগত ২০১৭ সালে পাশের হার ছিলো শতকরা ৯২.১১ ভাগ। জিপিএ ৫ পেয়েছিলো ১ জন শিক্ষার্থী। ২০১৬ সালে পাসের হার ছিলো শতকরা ৯৭.৬৭ ভাগ ও জিপিএ ৫ পেয়েছিলো ৩ জন শিক্ষার্থী।

এছাড়াও চলতি ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ তানোর উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। বিগত ২০১৭ সালেও কলেজটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়।

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস ও বরাবরের মত এবারও তানোর উপজেলায় ফলাফরের দিক থেকে কলেজটির শীর্য অবস্থান ধরে রাখায়, অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সকল শিক্ষার্থী পাস করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা সহ কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ কে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সকলকে শতভাগ পাসের এ অর্জনকে ধরে রাখা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আরো আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

‘উজ্জ্বল আগামীর পথে’ কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা

‘উজ্জ্বল আগামীর পথে’ শ্লোগানকে সামনে রেখে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মিললায়তনে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জীবনের স্বপ্ন ও আকাঙ্খা বিষয়ক এক সেমিনার।

বাংলাদেশের স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠান লিভার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড পক্ষে ফেয়ার এ্যান্ড লাভলী ফেসওয়াস এর সৌজন্যে, ‘উজ্জ্বল আগামীর পথে’ শ্লোগানকে সামনে রেখে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের স্বপ্ন বিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যৎ কর্মজীবনের স্বপ্ন ও আকাঙ্খা কথা ব্যক্ত করে এবং সে লক্ষ্যে তারা তাদের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে।

সেমিনারে তাদের শিক্ষার পাশাপাশি সৌন্দর্য সচেতন ও ভাল ব্যক্তিত্ব অর্জনের দিকেও লক্ষ্য রাখতে বলা হয়। কারণ সৌন্দর্য ও ভালো ব্যক্তিত্ব কর্মজীবনের সাফল্যকে বহুলাংশে বাড়িয়ে দেয় বলে সেমিনারের উল্লেখ করা হয়। পরে এক ফটোসেশনে শিক্ষার্থীদের স্বপ্ন ও আকাঙ্খা অনুসারে শিক্ষার্থীদের বিভিন্ন পেশার প্রতীকী ছবি তোলা হয়। উক্ত সেমিনারে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এইচএসসি ফলাফলে এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ শীর্ষে

এইচএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মত এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ তানোর উপজেলায় সবার শীর্ষে অবস্থান করছে। পাশের হার শতকরা ৯২ ভাগেরও বেশী।

রাজশাহী জেলার বরেন্দ্রভূমি খ্যাত তানোর উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, চলতি ২০১৭ খৃষ্টাব্দে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায়, ফলাফলের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। পাশের হার ৯২.১১%। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশ সহ জিপিএ ৫ পেয়েছে মানবিক বিভাগের এক শিক্ষার্থী।

পরীক্ষায় এমন ফলাফলে কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করলেও আগামীতে যেন শতভাগ পাশ করে, সেই লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাশে আরো বেশী মনোযোগী হবার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের এইচএসসি পরীক্ষায় অত্র কলেজের পরীক্ষা পাশের হার ছিলো ৯৭.৬৭% ও জিপিএ ৫ পেয়েছিলো ৩ শিক্ষার্থী।