ক্যাটাগরি মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধ

 

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজে বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জীবন ও কর্ম বিষয়ে শিক্ষার্থীদের আরো বেশী জ্ঞান লাভ ও তাঁর আদর্শে অনুপ্রাণিত করার লক্ষ্যে কলেজ পাঠাগারের একটি কক্ষে বঙ্গবন্থু কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জীবন ও কর্মের বিভিন্ন বিষয় নিয়ে সাজানো বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ কলেজ পরিচালনা কমিটির সম্মানীত সদস্যবৃন্দ।

বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আতাউর রহমান শিক্ষার্থীদের আরো ভালোভাবে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে পড়া-শোনার আহবান জানান। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে শিক্ষার্থীদের পথ চলার পরামর্শ দেন।

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।  ১৯৭১ সালের এই দিনটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে সর্বাত্মক লড়াই শুরু করেছিল বাঙালি। যার ধারাবাহিকতায় ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বরে জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ।

সকালের আলো ফোটার সাথে সাথে কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান সহ অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এর পর শিক্ষক-শিক্ষার্থীরা তানোর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তানোর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ব্যান্ড বাজিয়ে ব্যান্ডের তালে তালে  মার্চপাস্ট ও জাতীয় পতাকায় সালাম প্রদর্শন করে। এরপর শিক্ষার্থীরা কুচকাওয়াজ এ অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন ও মার্চপাস্টের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুুহাঃ শওকাত আলী। আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।

[উপরের ছবিতে: (বাঁ দিক থেকে) অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। পিছনে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের দেখা যাচ্ছে]

 

 

শ্রদ্ধাঞ্জলী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

bangabundhu[জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান]

বাঙালী জাতির মহান স্বাধীনতার মাসে গভীরভাবে শ্রদ্ধা জানায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মুক্তিকামী বাঙালীর মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ জাতীয় চারনেতা ও অসংখ্য বীর শহীদদের। যারা নিজেদের জীবন দিয়ে বাঙালী জাতিকে মুক্ত করেছিলেন এবং সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আজকে আমরা অবনত চিত্তে সেই বীরদের স্মরণ করছি।

তোমাদের ঋণ কোন দিনই শোধ হবার নয়। কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচছা।

নতুন প্রজন্মের মুক্তযুদ্ধের গান

ভুলব না তোমাদের ভুলব না গো
রক্তের শোধ মোরা নেবই নেব
অন্যায়-অবিচার জুলুম-শোষণ
রুখতে না হয় আবার যুদ্ধে যাবো
আমরা দেশের কোটি জনতা,
দীপ্ত কণ্ঠে আজ শপথ নেবো।।

বাংলা মাকে করতে স্বাধীন
জীবন দিলো লাখো সোনার ছেলে
পাক-হানাদার দেশী সহ-বাহিনী
করলো শ্মশান দিলো সব জ্বালিয়ে
হাজার বোনের মান হারালাম,
নেবই নেব শোধ, শপথ নেবো।।

আমরা মাগো তোর কোটি সন্তান
জীবন দেবো শুধু দেব নাক মান
ধর্মান্ধতা-সন্ত্রাস-অবিচার
রুখবো না হয় দিয়ে জীবন আবার
রক্তে রাঙা সবুজ ঐ পতাকার,
রাখতে মান হবো শহীদ হবো।।

রচনায়:
মোঃ জালাল উদ্দিন প্রাং
সহকারী অধ্যাপক, দর্শন
কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ।

তোমরা যাঁরা

জাতীয় স্মৃতিসৌধ
[বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় যাদের রক্তের ঋণ কোনদিন শোধ হবার নয়,
সেই মুক্তিপাগল দামাল ছেলেদের স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে। তোমাদের কথা ভুলবার নয়]
 
তোমরা যাঁরা দেশের জন্য দিয়ে গেছো দেহ-প্রাণ
ধন্য-ধন্য তোমাদের স্মৃতি, কখনো কী হবে ম্লান?
তোমরা যাঁরা সাহসের সাথে করেছ যুদ্ধজয়
বলতে চাই তোমাদের আজ, ভুলি নাই ভুলি নাই।
তোমরা যারা বুকের রক্তে লিখেছ বাংলাদেশ-
করতে গর্ব তোমাদের নিয়ে, রয়েছে কী কোন ক্লেশ?
তোমরা যাঁরা ছিনিয়ে এনেছ একটি স্বাধীন দেশ
তোমাদের কথা রবে ততদিন, থাকলে বাংলাদেশ।
লিখেছেন:
শরিফুল ইসলাম
সিনিয়র প্রভাষক, ইংরেজী বিভাগ।
কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ।
তানোর রাজশাহী, বাংলাদেশ।