ক্যাটাগরি পুরস্কার

পুরস্কার

 

এইচএসসি ফলাফলে এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ শীর্ষে

kamdc

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ বরাবরের মত এবারও তানোর উপজেলায় ফলাফলের দিক থেকে শীর্ষ স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

রাজশাহী জেলার বরেন্দ্রভূমি খ্যাত তানোর উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এবারের এইচএসসি পরীক্ষায়, তানোর উপজেলার সব কলেজকে পিছনে ফেলে ফলাফলের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। পাশের হার ৯৭.৬৭%।

পাশের হার  বিশ্লেষণ করলে দেখা যায়, তানোর সদরে অবস্থিত তানোর আব্দুল করিম সরকার ডিগ্রী ও বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ৩৪০ জন, এর মধ্যে পাস করেছে ১৬৪ জন, ফেল করেছে ১৭৬ জন। পাশের হার ৪৯.৫৫%। তালন্দ ললিত মোহন ডিগ্রী ও বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৩৮৮ জন, এর মধ্যে পাস করেছে ২১০ জন, ফেল করেছে ১৭৮ জন। পাশের হার ৫৫.১২%। তানোর মহিলা ডিগ্রী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৪৫ জন, এর মধ্যে পাস করেছে ২৬ জন, ফেল করেছে ১৯ জন। পাশের হার ৫৭.৭৮%। কালিগঞ্জ ডিগ্রী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৯৭ জন, এর মধ্যে পাস করেছে ৫৩জন, ফেল করেছে ৪৪ জন। পাশের হার ৫৪.৬৪%। মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজের পরীক্ষার্থী সংখ্যা ১৮০ জন, এর মধ্যে পাস করেছে ১৩৫ জন, ফেল করেছে ৪৫ জন। পাশের হার ৭৫%। মুন্ডুমালা মহিলা ডিগ্রী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৮৮ জন, এর মধ্যে পাস করেছে ৬৭ জন, ফেল করেছে ২১ জন। পাশের হার ৭৬.১৪%। কোয়েল আদর্শ কলেজের পাশের হার ৮৪%। লালপুর মডেল কলেজের ৬৮.১৮%। কচুয়া আইডিয়াল কলেজের পাশের হার ৬৪%। উপজেলার কলেজগুলোর মধ্যে সবচেয়ে পাশের হার কম সরনজাই ডিগ্রী কলেজ। এই কলেজের পাশের হার ৪২.৫৭%।

উল্লেখ্য, কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ থেকে মোট ৪৩ জন পরীক্ষার্থীর মধ্য ১ জন বাদে সকল শিক্ষার্থীই পাশ করেছে এবং ৩ শিক্ষার্থী এ+ পেয়েছে।

পরীক্ষায় এমন ফলাফলে কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করলেও আগামীতে যেন শতভাগ পাশ করে, এ লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাশে আরো বেশী মনোযোগী হবার আহবান জানিয়েছেন।

ডিজিটাল মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ এবারও প্রথম

kamdc-digital-mela5-2015

তানোর উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ পালন উপলক্ষে আয়োজিত মেলায় এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

তানোর উপজেলায় আয়োজিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী। ১৪ ও ১৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ পালন অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। ডিজিটাল মেলায় উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারী-বেসরকারী ২৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বরাবরের মত এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মেলায় তার প্রথম স্থান অক্ষুন্ন রাখে। দ্বিতীয় স্থান অদিকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা আফিস ও তৃতীয় স্থান অধিকার করে মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়। জেলা প্রশাসক মেলায় বিজয়ী প্রতিষ্ঠানসমূহকে ক্রেস প্রদান করেন।

ডিজিটাল মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে শিক্ষা বিষয়ক ডিজিটাল কনটেন্ট উপস্থাপন ও কলেজের নিজস্ব ওয়েবসাইট ডিজাইন ও সম্পাদনা করেন, অত্র কলেজের দর্শন বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ জালাল উদ্দিন প্রাং, তাঁকে সহযোগীতা করেন আইসিটি বিষয়ের সিনিয়র প্রভাষক সারোয়ার জাহান ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মোঃ রাহিম।

উল্লেখ্য, চলতি সালে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় অত্র কলেজ ১ম স্থান অর্জন করে।

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-ZyWL5owqDns/VfxFILklZfI/AAAAAAAABy8/TusdLiETDqspFA-509jSotROBe2L8gPDwCCo/s144-c-o/kamdc-digital-mela3-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195903194202465778″ caption=”মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী।” type=”image” alt=”kamdc-digital-mela3-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-W5L9ByP4Jaw/VfxGJOitVtI/AAAAAAAABzE/Uz3VIUiX5oQPF828puNPFC9oD2gibgdaACCo/s144-c-o/kamdc-digital-mela-banar-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195904311691400914″ caption=”” type=”image” alt=”kamdc-digital-mela-banar-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-_2Jy_pG0gK4/VfrZrCxrovI/AAAAAAAABxA/XcvMLMuyk10ziWYazBMIpE0Rr9fk1aTNACCo/s144-c-o/kamdc-digital-mela6-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195503570904392434″ caption=”জেলা প্রশাসক মহোদয় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।” type=”image” alt=”kamdc-digital-mela6-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-ZjQPdhn9650/VfrZ4_QjMdI/AAAAAAAABxQ/uu9HnrlR_Y8Zb9Ytieceq5InpvEs2acaACCo/s144-c-o/kamdc-digital-mela8-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195503810478289362″ caption=”” type=”image” alt=”kamdc-digital-mela8-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-LhAIyP8KbBc/VfrZx6CU5UI/AAAAAAAABxI/m8YPgneLWvs4Zop5x-vl9UqmbNS8cyagwCCo/s144-c-o/kamdc-digital-mela7-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195503688817370434″ caption=” ” type=”image” alt=”kamdc-digital-mela7-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-CCVdiNe53mI/VfrZ8ZJw2eI/AAAAAAAABxY/c2No4Hcm42IGjr96ZEj_Anrn2kVs_wGvwCCo/s144-c-o/IMG_20150915_172919_1.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195503868968753634″ caption=”” type=”image” alt=”IMG_20150915_172919_1.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-XBmxEYtDGwg/VfxHe38ytwI/AAAAAAAABzM/FzLA200lgyAe7-a0QzNPVXAMIn7VFWajACCo/s144-c-o/kamdc-digital-mella2-2015.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195905783095539458″ caption=” ” type=”image” alt=”kamdc-digital-mella2-2015.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-Khz5lXXNsn4/VfxOTwJC8JI/AAAAAAAABzk/S5bANzW3CkMFbtAmtfO163ZSLBeWV3buACCo/s144-c-o/IMG_20150914_100447_1.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/YpeEdE#6195913288602284178″ caption=”” type=”image” alt=”IMG_20150914_100447_1.jpg” ]

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫: কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ এর ১ম স্থান অর্জন

IMG_20150318_195232

ডিজিটাল উদ্ভাবনী মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ১ম স্থান অর্জন করেছে। তানোর উপজেলা পরিষদ আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা গত ১৭ ও ১৮ জানুয়ারী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারী-বেসরকারী সংস্থা অংশগ্রহণ করে।

দুই দিন ব্যাপী চলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় সম্মানীত বিচারকের বিবেচনায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর পক্ষ থেকে উপস্থাপিত ‘তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা’ প্রকল্পটি প্রথম স্থান অর্জন করায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান এর হাতে ক্রেস্ট তুলে দেন।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ‘তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা’ প্রকল্পটি তৈরী ও উপস্থাপনা করেন অত্র কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো: জালাল উদ্দিন প্রাং। এতে সহযোগীতা করেন কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক সারোয়ার জাহান ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আঃ রাহিম।

উল্লেখ্য যে, গত ২০১৪ সালে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ১ম স্থান অর্জন করে।

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-K8kqCGCj3J0/VQkj06frsiI/AAAAAAAABgQ/mOckEli2AjMBEk_zWoyH1eyOJZcQEw-agCCo/s144-c-o/IMG_20150318_125701.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127468159976583714″ caption=”” type=”image” alt=”IMG_20150318_125701.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-BC5vlUJRNvQ/VQmH2LcRWdI/AAAAAAAABnc/MINV1pqH6q8q_Qoy7rN1a7hC5UtbfcR9QCCo/s144-c-o/IMG_20150318_195402.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127578132868323794″ caption=”ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫:কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ চ্যাম্পিয়ন” type=”image” alt=”IMG_20150318_195402.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-KnjLszFqmVM/VQmpYTL3pKI/AAAAAAAABig/v7tZAnZGg_Imy4TqKDAz-HqYAmwStSIGQCCo/s144-c-o/IMG_20150318_195931.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127615002946282658″ caption=”” type=”image” alt=”IMG_20150318_195931.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-yMVoCNaHt5Q/VQm7A_gVYUI/AAAAAAAABjA/LTUuejCuE4URRKeb6B5Sm8e1G6Fp98bMQCCo/s144-c-o/IMG_20150318_204801.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127634393735717186″ caption=”” type=”image” alt=”IMG_20150318_204801.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-S_LUobc9MQU/VQnCGDIwgBI/AAAAAAAABjQ/x7WC14mkN-s0G7Qeu37kX6gj3xjBTu8mACCo/s144-c-o/IMG_20150318_204203.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127642177191313426″ caption=”” type=”image” alt=”IMG_20150318_204203.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-qrUJy3YhJHM/VQnboBGSMiI/AAAAAAAABjg/3dteDSiO0WkrWwnAUSKrRNW8vhiFD3izACCo/s144-c-o/IMG_20150318_195232.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127670248550314530″ caption=”” type=”image” alt=”IMG_20150318_195232.JPG” ]

 কলেজ এর সকল অনুষ্ঠানের ছবি দেখতে এখানে ক্লিক করুন

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৪: কৃষ্ণপুর মহিলা কলেজ এর প্রথম স্থান অর্জন

Digital Mela Tanore

তানোর উপজেলায় অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে।

তানোর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেল-২০১৪ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গত ২৬ তারিখে রাজশাহী জেলার জেলা প্রশাসক মহোদয় মেলার শুভ উদ্ভোধন ঘোষণা করেন। ২৬ তারিখে মেলা শুরু হয়ে তা ২৮ তারিখে শেষ হয়। মেলা শেষে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট উপহার দেন। অত্র মেলায় তানোর উপজেলার স্কুল, কলেজ সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ‘ডিজিটাল ক্লাসরুমের ডিজিটাল কনটেন্ট’ প্রজেক্টটি তৈরী ও উপস্থাপনা করেন অত্র কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো: জালাল উদ্দিন প্রাং।