তোমারি ছবি এঁকেছি

তোমারি ছবি এঁকেছি
 এ জীবনে মাত্র একটিই ছবি এঁকেছি
সেতো শুধু তোমারি ছবি,
তাকে পরম যত্নে তুলে রেখেছি
মনের নিভৃত দেয়ালে।

কাউকে কোনদিনও ছবিটি দেখাইনি
কেউ কোনদিনও দেখবেনা ছবিটি,
হয়তো তুমিও জানবেনা,
তাকে পরম যত্নে বেঁধে রেখেছি মনের গভীরে
বৈশাখের রোদে বর্ষার প্রত্যাশা মাখানো ফ্রেমে
আমার বুকের গভীরে।

তুমিও জানো না বোধহয়
তোমার ছবিটি কে আঁকলো কবে
রাখলো কোথায়?

(বরেন্দ্র কইন্যা ‘মরিয়ম খাতুন মিতুর’ কবিতা
লেখিকা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী)

মন্তব্য করুন