ব্যর্থ স্বপ্ন

 ব্যর্থ স্বপ্ন
 না জানি হলো একি!
শেষ রাতে তোমায় দেখি,
অচেতনে তোমাকে পাই,
চেতনে তুমি নাই।
হারিয়ে যাও স্বপ্নের গহীন অঞ্চলে
যেন এভারেষ্ট ছুয়ে নগর সভ্যতা
শুধুই ব্যর্থতা।
মনের ফ্রিজে রাখা ভালোবাসা
উষ্ণ হয়ে ওঠে না পেয়ে আশা,
সারাক্ষণ তোমায় ভাবি
রাখনা তবু আমার দাবি।
(বরেন্দ্র কইন্যা ‘মাহামুদা খাতুন’-এর কবিতা।
লেখিকা একাদশ শ্রেণীর শিক্ষার্থী।)

মন্তব্য করুন