ভালোবাসি ভালোবাসি

 ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
শুধু তোমাকে ভালোবাসি
সেই কবে থেকে যখন তোমার ঐ চোখ
আমার চোখে এসে পড়ে
যখন তোমার ঐ হাসি
আমার সামনে ভেসে উঠে
তখনি শুধু তোমার কথা মনে পড়ে।

তোমার কথায় ক্রমশই এ মনের
মরা জড়বস্তু সবুজাত হয়ে বেঁচে উঠে
তাইতো তোমাকে ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি।

(বরেন্দ্র কইন্যার ‘মরিয়ম খাতুন মিতুর কবিতা
লেখিকা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী)

মন্তব্য করুন