এইচএসসি ফলাফলে এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শীর্ষে

শতভাগ পাশের সাফল্য

এইচএসসি পরীক্ষার ফলাফলে, বরাবরের মত এবারও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, তানোর উপজেলায় সবার শীর্ষে অবস্থান করছে। পাশের হার শতকরা ৯৪ ভাগ এবং জিপিএ ৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।

রাজশাহী জেলার বরেন্দ্রভূমি খ্যাত তানোর উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, চলতি ২০১৯ খৃষ্টাব্দে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায়, ফলাফলের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। পাশের হার শতকরা ৯৪ ভাগ । বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশ সহ জিপিএ ৫ পেয়েছে মানবিক বিভাগের এক শিক্ষার্থী।

পরীক্ষায় এমন ফলাফলে কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করলেও, গতবারের মত যেন শতভাগ পাশ করে, সে লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাশে আরো বেশী মনোযোগী হবার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অত্র কলেজের পাশের হার ছিলো, শতকরা ১০০ ভাগ এবং জিপিএ ৫ পেয়েছিল ১ জন শিক্ষার্থী।

মন্তব্য করুন