সৃজনশীল মেধা অন্বেষণ: কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সাফল্য

kamdc-st-2015

তানোর উপজেলায় অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর শিক্ষার্থীরা, চার বিষয়ের মধ্যে তিনটিতেই প্রথম স্থান অর্জনের পাশাপাশি একটিতে প্রথম স্থান সহ দ্বিতীয় স্থানও অর্জন করার গৌরব লাভ করেছে। তানোর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা গত ২ মার্চ ২০১৫ খৃষ্টাব্দে উপজেলার তানোর পাইলট হাই স্কুলে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় চার বিষয়ের মধ্যে- বিজ্ঞান, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ এবং ভাষা ও সাহিত্য -এই তিন বিষয়েই, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ১ম স্থান অর্জন করে। এছাড়া ভাষা ও সাহিত্যে ১ম স্থান অর্জনের পাশাপাশি দ্বিতীয় স্থানও কলেজের অন্য এক শিক্ষার্থী লাভ করে।

সৃজনশীল মেধ অন্বেষণ প্রতিযোগিতায় ‘বিজ্ঞান’ বিষয়ে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মেসা: নাসরিন আক্তার ১ম স্থান লাভ করে। ‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে একই কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোসা: তৌহিদা খাতুন ১ম স্থান অর্জন করে। ‘ভাষা ও সাহিত্য’ বিষয়ে অত্র কলেজে একাদশ শ্রেণীর আরেক শিক্ষাথী মোসা: মাহমুদা আক্তার (লাবনী) ১ম স্থান লাভ করে। এছাড়া ভাষা ও সাহিত্যে ১ম স্থান অর্জনের পাশাপাশি কলেজের একাদশ শ্রেণীর অন্য এক শিক্ষার্থী মোসা: রিমা আক্তার দ্বিতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শিক্ষার্থীর এমন সাফল্যে, বিজয়ী শিক্ষার্থীদের অত্র কলেজ অধ্যক্ষ মো: আতাউর রহান অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে, আগামীতে আরো সাফল্য কামনা করেছেন।

মন্তব্য করুন