ক্যাটাগরি নোটিশ

 

শ্রেষ্ঠ কলেজ হিসাবে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজকে ক্রেস্ট প্রদান

শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত ২০১৭ সালের শিক্ষা সপ্তাহে তানোর উপজেলায় কলেজ পর্যায়ে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করায়, শ্রেষ্ঠ কলেজের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

এছাড়া শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, হামদ/নাত, দলীয় জারি গান ও নৃত্যে প্রথম স্থান অধিকার করার তাদেরও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী, কলেজ অধ্যক্ষ ও শিক্ষার্থীদের হাতে শ্রেষ্ঠ কলেজের ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী সভার প্রধান অতিথি ও তানোর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ এমরান আলী মোল্লা ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য; শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত ২০১৭ সালের শিক্ষা সপ্তাহে, মন্ত্রনালয়ের ঘোষিত নীতিমালা অনুসারে, রাজশাহীর তানোর উপজেলার সব কলেজকে পিছনে ফেলে সবচেয়ে বেশী পয়েন্ট পেয়ে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করে।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করায়, অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পরিষদের সকল সদস্য সহ এলাকার রাজনীতিবিদ ও সুধীজনদের ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডিজিটাল মেলায় শ্রেষ্ঠ স্টল হিসাবে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের স্টল নির্বাচিত

তানোর উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল, শ্রেষ্ঠ স্টল হিসাবে নির্বাচিত হয়েছে। তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে, স্টলে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষাথীর হাতে শ্রেষ্ঠ স্টলের পুরস্কার তুলে তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী।

এছাড়া ডিজিটাল মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত শিক্ষার্থীদের কুইজ অনুষ্ঠানে, তিনটি পুরস্কারের মধ্যে প্রথম দুটি পুরস্কার লাভ করে কৃষ্ণপুর আদশ মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী।

তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ শওকাত আলী। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ মতিনুর রহমান সহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ। এ সময় মেলায় অংশগ্রহণকারী স্টলের শিক্ষক-শিক্ষার্থী সহ মেলায় আগত দর্শনার্থীরা উপস্থিত থেকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেন। ডিজিটাল মেলায় তানোর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র সহ তথ্য-প্রযুক্তির বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

জাতীয় ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল পরিচালনা করেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ জালাল উদ্দিন প্রাং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র প্রভাষক জনাব মোঃ সারোয়ার জাহান, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মোঃ আঃ রাহীম। ডিজিটাল মেলার কলেজ স্টলে অত্র কলেজের শিক্ষার্থীরা সার্বক্ষণিক থেকে আগত দর্শনার্থীদের অভ্যর্থনা জানায়।

ডিজিটাল মেলায় কলেজের এ অর্জনে কলেজ অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান সন্তোষ প্রকাশ করেন, এবং বরাবরের মত তথ্য-প্রযুক্তিতে কলেজের এমন সাফল্যকে ধরে রাখার আহবান জানান।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে অনুষ্ঠিত ডিজিটাল মেলায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল শ্রেষ্ঠ স্টল হিসাবে নির্বাচিত হয়ে আসছে।

তানোরে ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলার উদ্বোধন

তানোরে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত জাতীয় ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী।

তানোর উপজেলা প্রশাসন আয়োজিত মেলায় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ মেলায় উপস্থিত দর্শনার্থীরা, উপজেলা চত্ত্বরে এক র্যালীতে অংশগ্রহণ করে। ডিজিটাল মেলার র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী।

জাতীয় ইন্টারনেট সপ্তাহে আয়োজিত ডিজিটাল মেলায়, বরাবরের মত কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ অংশগ্রহণ করছে। তানোর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ তার নিজস্ব স্টলে আমন্ত্রণ জানাচ্ছে। মেলা চলবে ১৮মে পর্যন্ত।

তানোরে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

তানোর উপজেলা ডাক বাংলো মাঠে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধক ও প্রধান অতিথি তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর বিদেশে অবস্থান জনিত অনুপস্থিতির কারণে, মেলার উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী। উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির আহবায়ক ও তানোর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব আবদুল্লাহ আল মামুন। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা সহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার সুধীজন।

তানোর উপজেলায় প্রথমবারের মত অনুষ্ঠিত বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৈশাখী মেলা চলবে আগামী ১৪ মে পর্যন্ত। মেলা প্রাঙ্গনে সকলকে স্বাগতম।

তানোরে দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে

তাানোর উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে। ২৪ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত মেলা উদ্বোধন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব কাজী আশরাফ উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠান সভায় সভাপতিত্ব করবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী। তানোর উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত মেলায়, তানোর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করবে।

রাজশাহী জেলার তানোর উপজেলা চত্ত্বরে আয়োজিত ২৪ ও ২৫ এপ্রিল/২০১৭ অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বরাবরের মত কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ অংশগ্রহণ করবে। এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রদর্শনের বিষয়, ‘ডিজিটাল কলেজ ব্যবস্থাপনা ও পাঠ পদ্ধতি।’

উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আগত সকল শ্রেণীপেশার মানুষকে,  কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ স্টলে আমন্ত্রণ জানাচ্ছে।

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ এর সম্মানীত সদস্য জনাব মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আঃ মতিন ও সাবেক ইউপি সদস্য জনাব মোঃ জাহিদুর রহমান।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান মহোদয়ের অসুস্থতা জনিত অনুপস্থিতিতে, কলেজ অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ একাকার সুধীজন উপস্থিত ছিলেন।