ক্যাটাগরি কলেজ

 

তানোরে একুশে বইমেলার উদ্ভোধনঃ বইমেলার উদ্ভোধন করেন মাননীয় এমপি ওমর ফারুক চৌধুরী

[বইমেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল পরিদর্শন করছেন মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী, বামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ শওকাত আলী ও ডানে কলেজ অধ্যক্ষ আতাউর রহমান]

তানোর উপজেলা প্রশাসন আয়েজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গুরুত্বের সাথে উদযাপিত হয়েছে। উপজেলায় একুশে বইমেলা ও একুশের অনুষ্ঠান উদ্বোধন করেন মাননীয় এমপি জনাব ওমর ফারুক চৌধুরী। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ভাষা শহীদদের মহান ত্যাগের দিবসটিকে, শ্রদ্ধার সাথে স্বরণ করে গোটা বাঙ্গালী জাতি ও বিশ্ববাসী।

তানোর উপজেলা প্রশাসন আয়োজিত মহান একুশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের মাননীয় এমপি জনাব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার মেয়র জনাব এমরান আলী মোল্লা ও মুন্ডুমালা পৌরসভার মেয়র জনাব মোঃ গোলাম রাব্বানী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ শওকাত আলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সভায় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী তার বক্তৃতায় ভাষা শহীদদের মহান ত্যাগের প্রতি সকলের দৃষ্টি কামনা করেন এবং সকলকে দেশ ও দশের কাজে আত্মনিয়োগের কথা বলেন। শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন ছাড়া তানোর-গোদাগাড়ীর উন্নয়ন সম্ভব নয় বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, বই জ্ঞানকে সমৃদ্ধ করে আর জ্ঞান সমৃদ্ধ করে জাতিকে। সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার কোন বিকল্প নাই।

সভাশেষে একুশের অনুষ্ঠান ও বইমেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মাননীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এর পর তিনি বইমেলার সকল স্টল ঘুরে দেখেন এবং সকলের খোঁঁজ-খবর নেন। বই মেলায় অনান্য প্রতিষ্ঠানের মত কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজও বরাবরের মত অংশগ্রহণ করে এবং শহীদ দিবসের র্যালী ও আলোচনা সভায় অংশ নেন। বই মেলায় সকলের কাছে বই পড়ার উপযোগিতা ও মহামূল্যবান বইয়ের সম্ভার নিয়ে, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্টল থাকবে ২৩শে ফেব্রুয়ারী পর্যন্ত।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে মহান একুশে ফেব্রুয়ারী উদযাপিত

[কলেজ শহীদ মিনারে ভাষা শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন অধ্যক্ষ আতাউর রহমান সহ শিক্ষার্থীবৃন্দ]

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ১৯৫২ সালের মাতৃভাষা রক্ষার জন্য আত্মত্যাগকারী ভাষা শহীদদের মহান ত্যাগের স্মরণে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।

একুশের প্রথম প্রহরে কলেজের শহীদ মিনারে কলেজ অধ্যক্ষ সহ শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে মহান ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকালে অত্র কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের নেতৃত্বে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সুধীজন নগ্নপদে প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন। প্রভাতফেরীটি কলেজ শহীদ মিনার থেকে শুরু হয়ে কলেজের আশেপাশের রাস্তা প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে শেষ হয়।

সকাল ৮ টার দিকে অধ্যক্ষ সহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচী সফল করতে তানোর উপজেলার পথে রওনা হন এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবসের র্যালী, আলোচনা অনুষ্ঠান ও একুশের বইমেলায় অংশগ্রহণ করে।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ছবি দেখতে ক্লিক করুন।

কৃষ্ণপুর মহিলা কলেজ মাঠে সুবর্ণ নাগরিকের পরিচয় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

[সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাঃ শওকাত আলী]

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে সুবর্ণ নাগরিকগণের পরিচয় পত্র বিতরণ এবং মাদক, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাঃ শওকাত আলী, বিশেষ অতিিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব মোঃ মতিনুর রহমান, সভাপতিত্ব করেন কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান। সভায় পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ, সুবর্ণ নাগরিকবৃন্দ, এলাকার স্কুল কলেজের শিক্ষক-শিক্ষাথীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা দপ্তর ও পাঁচন্দর ইউনিয়ন পরিষদ এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করে কলেজের এক শিক্ষার্থী। তারপর স্বাধীনতার জারি গান উপস্থিত শ্রোতাদের গেয়ে শোনান কলেজের কয়েকজন শিক্ষার্থী। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সুবর্ণ নাগরিক গণের অভিভাবক, সুধীজন ও শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী শপথ পাঠ করান এবং সকলকে মাদক মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান। সভার বিশেষ অতিথি সমাজ সেবা কর্মকর্তা শিশুর প্রতিবন্ধীতা রোধকল্পে অভিজ্ঞ ধাত্রী দ্বারা সন্তান জন্মদান ও মায়ের স্বাস্থ্য সেবার উপর গুরুত্ব দান করেন। অনুষ্ঠানের সভাপতি কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তার সভার সমাপনী ভাষণে কলেজ ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে কথা বলেন এবং চলতি শিক্ষা সপ্তাহে রাজশাহীর তানোের উপজেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ ঘোষিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণ নাগরিক গণের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন

 

তানোর উপজেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ শ্রেষ্ঠ কলেজ ঘোষিত

চলতি শিক্ষা সপ্তাহে তানোর উপজেলায় কলেজ পর্যায়ে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করেছে। এছাড়া শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, হামদ/নাত, দলীয় জারি গান ও নৃত্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত ২০১৭ সালের শিক্ষা সপ্তাহে, মন্ত্রনালয়ের ঘোষিত নীতিমালা অনুসারে, রাজশাহীর তানোর উপজেলার সব কলেজকে পিছনে ফেলে সবচেয়ে বেশী পয়েন্ট পেয়ে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করেছে। কলেজটি শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করায়, অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পরিষদের সকল সদস্য সহ এলাকার রাজনীতিবিদ ও সুধীজনদের ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কলেজের এমন সাফল্যে অধ্যক্ষ বরাবরের মত সকলের সহযোগিতা কামনা করেছেন, যাতে করে শিক্ষা-সংস্কৃতির এমন সাফল্যকে ধরে রেখে তা আরো বিস্তৃত করা যায় এবং শিক্ষার সুফল দেশব্যপী ছড়িয়ে দেওয়া যায়।

 

জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত

kamdc-edu-jongibad

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর উদ্যেগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ, র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর উদ্যেগে জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক=কর্মচারী, শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে কলেজ অধ্যক্ষ জনাব আতাউর রহমান শিক্ষার্থীদের জঙ্গিবাদ বিরোধী ভূমিকা রাখার আহব্বান জানান, এবং অভিভাবকদের এ বিষয়ে আরো সচেতন হওয়ার আহব্বান জানান।

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

kamdc-edu=bd-8

{প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ]

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় তানোর উপজেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ফলাফলের দিক থেকে সবার শীর্ষে অবস্থান করায়, কলেজ প্রাঙ্গনে বনভোজনের আয়োজন করা হয়। কলেজের বার্ষিক বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন রাকাব পাচন্দর শাখার ব্যবস্থাপক মসিউর রহমান, পাচন্দর ইউপি সদস্য আঃ গাফ্ফার ও সাবেক সদস্য জাইদুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে কলেজের সাফল্যে ভূয়সী প্রশংসা করে সাফল্য ধরে রাখার পরামর্শ দেন এবং ভবিষ্যতে আরো ভাল করার পরামর্শ দেন।

এর পর অতিথি সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ দুপুরের খাবার গ্রহণ করেন। বিকালে কলেজ শিক্ষার্থীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।