ক্যাটাগরি কলেজ

 

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫: কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ এর ১ম স্থান অর্জন

IMG_20150318_195232

ডিজিটাল উদ্ভাবনী মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ১ম স্থান অর্জন করেছে। তানোর উপজেলা পরিষদ আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা গত ১৭ ও ১৮ জানুয়ারী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারী-বেসরকারী সংস্থা অংশগ্রহণ করে।

দুই দিন ব্যাপী চলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় সম্মানীত বিচারকের বিবেচনায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর পক্ষ থেকে উপস্থাপিত ‘তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা’ প্রকল্পটি প্রথম স্থান অর্জন করায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান এর হাতে ক্রেস্ট তুলে দেন।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ‘তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা’ প্রকল্পটি তৈরী ও উপস্থাপনা করেন অত্র কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো: জালাল উদ্দিন প্রাং। এতে সহযোগীতা করেন কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক সারোয়ার জাহান ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আঃ রাহিম।

উল্লেখ্য যে, গত ২০১৪ সালে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ১ম স্থান অর্জন করে।

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-K8kqCGCj3J0/VQkj06frsiI/AAAAAAAABgQ/mOckEli2AjMBEk_zWoyH1eyOJZcQEw-agCCo/s144-c-o/IMG_20150318_125701.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127468159976583714″ caption=”” type=”image” alt=”IMG_20150318_125701.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-BC5vlUJRNvQ/VQmH2LcRWdI/AAAAAAAABnc/MINV1pqH6q8q_Qoy7rN1a7hC5UtbfcR9QCCo/s144-c-o/IMG_20150318_195402.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127578132868323794″ caption=”ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫:কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ চ্যাম্পিয়ন” type=”image” alt=”IMG_20150318_195402.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-KnjLszFqmVM/VQmpYTL3pKI/AAAAAAAABig/v7tZAnZGg_Imy4TqKDAz-HqYAmwStSIGQCCo/s144-c-o/IMG_20150318_195931.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127615002946282658″ caption=”” type=”image” alt=”IMG_20150318_195931.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-yMVoCNaHt5Q/VQm7A_gVYUI/AAAAAAAABjA/LTUuejCuE4URRKeb6B5Sm8e1G6Fp98bMQCCo/s144-c-o/IMG_20150318_204801.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127634393735717186″ caption=”” type=”image” alt=”IMG_20150318_204801.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-S_LUobc9MQU/VQnCGDIwgBI/AAAAAAAABjQ/x7WC14mkN-s0G7Qeu37kX6gj3xjBTu8mACCo/s144-c-o/IMG_20150318_204203.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127642177191313426″ caption=”” type=”image” alt=”IMG_20150318_204203.JPG” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-qrUJy3YhJHM/VQnboBGSMiI/AAAAAAAABjg/3dteDSiO0WkrWwnAUSKrRNW8vhiFD3izACCo/s144-c-o/IMG_20150318_195232.JPG” href=”https://picasaweb.google.com/117520931378427561238/rKTwIE#6127670248550314530″ caption=”” type=”image” alt=”IMG_20150318_195232.JPG” ]

 কলেজ এর সকল অনুষ্ঠানের ছবি দেখতে এখানে ক্লিক করুন

সৃজনশীল মেধা অন্বেষণ: কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সাফল্য

kamdc-st-2015

তানোর উপজেলায় অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর শিক্ষার্থীরা, চার বিষয়ের মধ্যে তিনটিতেই প্রথম স্থান অর্জনের পাশাপাশি একটিতে প্রথম স্থান সহ দ্বিতীয় স্থানও অর্জন করার গৌরব লাভ করেছে। তানোর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা গত ২ মার্চ ২০১৫ খৃষ্টাব্দে উপজেলার তানোর পাইলট হাই স্কুলে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় চার বিষয়ের মধ্যে- বিজ্ঞান, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ এবং ভাষা ও সাহিত্য -এই তিন বিষয়েই, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ১ম স্থান অর্জন করে। এছাড়া ভাষা ও সাহিত্যে ১ম স্থান অর্জনের পাশাপাশি দ্বিতীয় স্থানও কলেজের অন্য এক শিক্ষার্থী লাভ করে।

সৃজনশীল মেধ অন্বেষণ প্রতিযোগিতায় ‘বিজ্ঞান’ বিষয়ে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মেসা: নাসরিন আক্তার ১ম স্থান লাভ করে। ‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে একই কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোসা: তৌহিদা খাতুন ১ম স্থান অর্জন করে। ‘ভাষা ও সাহিত্য’ বিষয়ে অত্র কলেজে একাদশ শ্রেণীর আরেক শিক্ষাথী মোসা: মাহমুদা আক্তার (লাবনী) ১ম স্থান লাভ করে। এছাড়া ভাষা ও সাহিত্যে ১ম স্থান অর্জনের পাশাপাশি কলেজের একাদশ শ্রেণীর অন্য এক শিক্ষার্থী মোসা: রিমা আক্তার দ্বিতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শিক্ষার্থীর এমন সাফল্যে, বিজয়ী শিক্ষার্থীদের অত্র কলেজ অধ্যক্ষ মো: আতাউর রহান অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে, আগামীতে আরো সাফল্য কামনা করেছেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৪: কৃষ্ণপুর মহিলা কলেজ এর প্রথম স্থান অর্জন

Digital Mela Tanore

তানোর উপজেলায় অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে।

তানোর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেল-২০১৪ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গত ২৬ তারিখে রাজশাহী জেলার জেলা প্রশাসক মহোদয় মেলার শুভ উদ্ভোধন ঘোষণা করেন। ২৬ তারিখে মেলা শুরু হয়ে তা ২৮ তারিখে শেষ হয়। মেলা শেষে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট উপহার দেন। অত্র মেলায় তানোর উপজেলার স্কুল, কলেজ সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ‘ডিজিটাল ক্লাসরুমের ডিজিটাল কনটেন্ট’ প্রজেক্টটি তৈরী ও উপস্থাপনা করেন অত্র কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো: জালাল উদ্দিন প্রাং।

ক্যালেন্ডুলা, ডালিয়া ও জবা: কলেজ বাগানের ফোটা ফুল

কলেজ বাগানে অত্র কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায়, প্রায় সারা বছর ফুল চাষ করা হয়। শিক্ষার্থীদের হাতে-কলমে বাগান করার প্রশিক্ষণ দেওয়া, ফুল এর সৌন্দর্য প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করা, সাথে কলেজ প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ফুল ও সৌন্দর্য বর্ধক লতা-পাতার চাষ করা হয়।

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর বাগানের ফোটা ক্যালেন্ডুলা ও ডালিয়া ফুল।

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-gN1QojgH1J4/UzXdSNmqZTI/AAAAAAAABVk/s2E5hSnDLGA1wbMOrZAHooKZKkiudiZIACCo/s144-c-o/Calendula%2B%25282%2529.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/hMvqbF#5995941783872890162″ caption=”Calendula (2).jpg” type=”image” alt=”Calendula (2).jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-xg1cBDjzVUM/UzXgrunJkZI/AAAAAAAABV4/v3K6yAfxk64wyp752doLhzoJzOhrO5z6ACCo/s144-c-o/Dalia%2B%25284%2529.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/hMvqbF#5995945520764916114″ caption=”Dalia (4).jpg” type=”image” alt=”Dalia (4).jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-kmj0gOkUQsw/UzXlgbzwktI/AAAAAAAABWc/lJqeOSrgMHkjBrcoOMf0KsbGmQXj54qzQCCo/s144-c-o/Dalia%2B%25285%2529.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/hMvqbF#5995950824297108178″ caption=”কলেজ বাগানে ফোটা ডালিয়া ফুল” type=”image” alt=”Dalia (5).jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-lSJhk42p8Fs/U0G5DKYe8hI/AAAAAAAABaY/GCmXn6pMrCMIrXihWWq5aiHSUZRHZGECACCo/s144-c-o/Dalia%2B%252815%2529.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/hMvqbF#5999279642612003346″ caption=”কলেজ বাগানে ফোটা ডালিয়া ফুল” type=”image” alt=”Dalia (15).jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-dmA0GiyqsCo/VPsuUtQd44I/AAAAAAAABc0/9duFuwKG_ycSL4f05EGdO1a96ekHBFSFQCCo/s144-c-o/IMG_20150209_123811.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/hMvqbF#6123539051621245826″ caption=”কলেজ বাগানে ফোটা ডালিয়া ফুল” type=”image” alt=”IMG_20150209_123811.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-6dYHaXc1yPY/VPtA-4ZOPdI/AAAAAAAABdE/x3lVUKkns4ku3oLCMZHJxD1QH6s50hRsACCo/s144-c-o/IMG_20150209_123839.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/hMvqbF#6123559567374564818″ caption=”কলেজ বাগানে ফোটা ডালিয়া ফুল” type=”image” alt=”IMG_20150209_123839.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-bczTche-IX8/VPtB82t8ecI/AAAAAAAABdM/UFGKLJ750soN_Io57u9aebvgJBeQ3mBXQCCo/s144-c-o/IMG_20141126_134140.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/hMvqbF#6123560632076499394″ caption=”কলেজ বাগানে ফোটা জবা ফুল” type=”image” alt=”IMG_20141126_134140.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-XtOiHCGko9g/VPtHgpEE5wI/AAAAAAAABd4/IbQKafUH6N01KeNZ4_Oa3Ew37sdfG6RswCCo/s144-c-o/IMG_20141119_152713.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/hMvqbF#6123566744444659458″ caption=”কলেজ বাগানে ফোটা জবা ফুল” type=”image” alt=”IMG_20141119_152713.jpg” ] [pe2-image src=”https://lh3.googleusercontent.com/-9qvTLSLRM_o/VPtMDYKFZbI/AAAAAAAABec/x_lESpCX1u8v-sfNYwb-m7Tm_vqidFNdgCCo/s144-c-o/IMG_20150214_111915.jpg” href=”https://picasaweb.google.com/117520931378427561238/hMvqbF#6123571739248387506″ caption=”কলেজ বাগানে ফোটা ডালিয়া ফুল” type=”image” alt=”IMG_20150214_111915.jpg” ]

<<বাগানের ফোটা সকল ফুল এর ছবি দেখতে এখানে ক্লিক করুন>>

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর শিক্ষা সফর অনুষ্ঠিত

জাতীয় স্মৃতিসৌধ

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, তানোর, রাজশাহী -এর বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। এবারের শিক্ষা সফরে দর্শনীয় ঐতিহাসিক স্থান সমূহের মধ্যে ছিল, জাতীয় স্মৃতিসৌধ, আহসান মঞ্জিল ও জাতীয় সংসদ ভবন।

৩ ও ৪ জানুয়ারী/২০১৪ অনুষ্ঠিত দুই দিন ব্যাপী শিক্ষা সফরে শতাধিক শিক্ষার্থী, কলেজ শিক্ষকগণ ও অধ্যক্ষ মহোদয় অংশগ্রহণ করেন।

জনাব ওমর ফারুক চৌধুরী এমপি কে অভিনন্দন ও শুভেচ্ছা

omar-faruq[মাননীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী]

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে পুনরায় নির্বাচিত হওয়ায়, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, তানোর, রাজশাহী- এর অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

তানোর-গোদাগাড়ী উপজেলা সহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বরাবরের মত তিনি কাজ করে যাবেন বলে আমরা বিশ্বাস করি। নারী শিক্ষা সহ তৃণমূল পর্যায়ের শিক্ষা বিস্তারে বরাবরের মত তাঁর আগ্রহ ও সুনজর কামনা করছি।

শুভেচ্ছান্ততে-
কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ।