ট্যাগ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

 

শ্রদ্ধাঞ্জলী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

bangabundhu[জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান]

বাঙালী জাতির মহান স্বাধীনতার মাসে গভীরভাবে শ্রদ্ধা জানায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মুক্তিকামী বাঙালীর মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ জাতীয় চারনেতা ও অসংখ্য বীর শহীদদের। যারা নিজেদের জীবন দিয়ে বাঙালী জাতিকে মুক্ত করেছিলেন এবং সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আজকে আমরা অবনত চিত্তে সেই বীরদের স্মরণ করছি।

তোমাদের ঋণ কোন দিনই শোধ হবার নয়। কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচছা।

নতুন প্রজন্মের মুক্তযুদ্ধের গান

ভুলব না তোমাদের ভুলব না গো
রক্তের শোধ মোরা নেবই নেব
অন্যায়-অবিচার জুলুম-শোষণ
রুখতে না হয় আবার যুদ্ধে যাবো
আমরা দেশের কোটি জনতা,
দীপ্ত কণ্ঠে আজ শপথ নেবো।।

বাংলা মাকে করতে স্বাধীন
জীবন দিলো লাখো সোনার ছেলে
পাক-হানাদার দেশী সহ-বাহিনী
করলো শ্মশান দিলো সব জ্বালিয়ে
হাজার বোনের মান হারালাম,
নেবই নেব শোধ, শপথ নেবো।।

আমরা মাগো তোর কোটি সন্তান
জীবন দেবো শুধু দেব নাক মান
ধর্মান্ধতা-সন্ত্রাস-অবিচার
রুখবো না হয় দিয়ে জীবন আবার
রক্তে রাঙা সবুজ ঐ পতাকার,
রাখতে মান হবো শহীদ হবো।।

রচনায়:
মোঃ জালাল উদ্দিন প্রাং
সহকারী অধ্যাপক, দর্শন
কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ।