ট্যাগ রহিমা খাতুন পলি

 

প্রতিভা কী?

প্রতিভা কী?
কবির প্রতিভা নিয়ে নাওনি তুমি জন্ম
তবুও লেখ তুমি সুন্দর কবিতা।

কোন শিল্পির প্রতিভা নিয়ে নাওনি তুমি জন্ম
তবুও আঁক তুমি স্বপ্নের অমিতা।

কোন গায়কের প্রতিভা নিয়ে নাওনি তুমি জন্ম
তবুও গাও তুমি সুন্দর গান।

কোন সেবকের প্রতিভা নিয়ে নাওনি তুমি জন্ম
তবুও দেশের জন্য নিবেদিত তোমার প্রাণ।

আসলে প্রতিভা কিছুই নয়
শুধুই পরিশ্রম।
হতে পারবনা কিছুই আমরা
যদি না দেই শ্রম।

(বরেন্দ্র কইন্যা ‘রহিমা খাতুন পলি’র কবিতা।
লেখিকা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী)