জন্মদিন

আজকের সমস্ত গোলাপ শুধু তোমার জন্য,

আজকের সমস্ত সুর শুধু তোমার জন্য।

আকাশে-বাতাসে ছড়িয়ে থাকা আনন্দ যেন

ব্যাকুল আশায় অপেক্ষা করছে শুধু তোমার জন্য।

মাঠে-ঘাটে ছড়িয়ে আছে যেন হাজারও

আনন্দের মেলা শুধু তোমার জন্য।

কেন আজ এত আয়োজন কেন পুকুরের পানি সোনালী রোদ্রে ঝলমল করছে?

সমস্ত আয়োজনের একটায় কারণ আজ যে তোমার জন্মদিন।

(বরেন্দ্র কইন্যা ‘খাইরে উম্মে সালমা’র কবিতা। লেখিকা একাদশ শ্রেণী শিক্ষার্থী)

মন্তব্য করুন