এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

 HSC-2015

[প্রধান অতিথির বক্তব্য রাখছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা” ]

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।

গত ২২ মার্চ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির সাথে আরো উপস্থিত ছিলেন রাকাব পাঁচন্দর শাখার ব্যবস্থাপক সহ বিভিন্ন স্কুল-মাদ্রাসা প্রধান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

কলেজে পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মো: আতাউর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় গির্জার প্রধান পুরোহিত সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় গভীর মনোযোগ ও চরিত্র গঠনের প্রতি মনোনিবেশ করার আহব্বান জানান। তিনি তার বক্তব্যে কলেজের পরিবেশ ও শিক্ষার্থীদের শৃঙ্খলা দেখে মুগ্ধ হন ও তার ভূয়সী প্রসংশা করেন এবং কলেজের সার্বিক অবস্থায় সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষার বিষয়ে আরো বেশী পরিশ্রম ও মনোযোগী হতে পরামর্শ দেন। সবশেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থী আয়োজিত ভোজসভায় সকলে যোগ দেন।

মন্তব্য করুন