ভবিষ্যত পরিকল্পনা

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ

[কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর মূল ফটক]

রাজশাহী জেলার বরেন্দ্রভূমি খ্যাত তানোর উপজেলার কৃষ্ণপুরে ১৯৯৮ খৃষ্টাব্দে অত্র এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তি নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে কলেজটি প্রতিষ্ঠা করেন। রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক ১৯৯৯ খৃষ্টাব্দে পাঠদানের অনুমতি লাভ করে। ২০০৩ খৃষ্টাব্দে কলেজটি অ্যাকাডেমিক স্বীকৃতি লাভ করে এবং ২০০৪ খৃষ্টাব্দে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে MPO ভুক্ত হয়। ২০১৩ খৃষ্টাব্দে কলেজটি ডিগ্রী পর্যায়ে উন্নীত হয়।

কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে বরেন্দ্র অঞ্চলের নারী শিক্ষা সহ আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিগত পাবলিক পরীক্ষার ফলাফল সহ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে কৃতিত্ব লাভ করে চলেছে।
জাতীয় শিক্ষানীতিকে আদর্শ হিসাবে ধারণ করে, শিক্ষাবোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যক্রমকে অনুসরণের মাধ্যমে, আধুনিক তথ্য-প্রযুক্তির নির্ভর শিক্ষা-পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করে, শিক্ষার্থীদের মেধার যথাযথ বিকাশ সাধন করা কলেজটির মূল লক্ষ্য ও আদর্শ।
এই লক্ষ্য ও আদর্শ পূরণের জন্য কলেজটির বাস্তব সম্মত ও সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তার সঠিক বাস্তবায়নের পন্থা গ্রহণ করেছে।

আমাদের ভবিয্যৎ পরিকল্পনাঃ