তানোর উপজেলা

এক নজরে তানোর উপজেলা
[তানোর উপজেলার মানচিত্র]
১।
আয়তনঃ
২৯৫.৩৯ বর্গ কিঃ মিঃ
২।
পৌরসভাঃ
০২টি
৩।
ইউনিয়নঃ
০৭টি
৪।
মৌজাঃ
২১১টি
৫।
গ্রামঃ
২৩৩টি 
জনসংখ্যা সংক্রান্তঃ
১।
মোট জনসংখ্যাঃ
১,৭৩,৪৯৫ জন (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)
২।
পুরুষঃ
৮৭,৮৪৮ জন (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)
৩।
মহিলাঃ
৮৫,৬৪৭ জন (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)
৪।
জনসংখ্যার ঘনত্বঃ
৫৮৭ জন (প্রতি বর্গ কিলোমিটারে-২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)
৫।
মুসলমানঃ
১,৪৬,৩০৭ জন (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।
৬।
হিন্দুঃ
১৪,৭০৫ জন (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।
৭।
উপজাতিঃ
২৪৫ জন (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।
৮।
বৌদ্ধঃ
৭,৩১৪ জন(২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।
৯।
খ্রিষ্টানঃ
১১৪ জন(২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।
১০।
অন্যান্যঃ
৪,৯৯৩ জন (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।
১১।
মোট ভোটার সংখ্যাঃ
১,১৫,৭১৫ জন,২০০৮ সালে প্রণীত ভোটার তালিকা অনুযায়ী।
১২।
পুরুষঃ
৫৫,১০৮ জন
১৩।
মহিলাঃ
৬০,৬০৮ জন
শিক্ষা সংক্রান্তঃ
১।
শিক্ষার হারঃ
৪৫.৩৫ % (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।
২।
শিক্ষা প্রতিষ্ঠানঃ
(ক) কিন্ডার গার্টেনঃ
০৪টি
(খ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ
৪৯টি
(গ) রেজিঃ বেসরকারী প্রাঃবিঃ
৭৩টি
(ঘ) অস্থায়ী রেজিঃ বেঃসঃপ্রাঃবিঃ
০৫টি
(ঙ) নিম্ন-মাধ্রমিক বিদ্যালয়ঃ
১৪টি
(চ) মাধ্যমিক বিদ্যালয়ঃ
৪৪টি
(ছ) বিদ্যালয় ও কলেজঃ
০৩টি
(জ) উচ্চ মাধ্যমিক কলেজঃ
০৮টি
(ঞ) ডিগ্রী কলেজঃ
০৬টি
(ট) ভোকেশনাল স্কুল ও কলেজঃ
০২টি
(ঠ) এবতেদায়ী মাদরাসাঃ
০৪টি
(ড) দাখিল মাদরাসাঃ
২৪টি
(ঢ) আলিম মাদরাসাঃ
০৩টি
(ণ) কামিল মাদরাসাঃ
০১টি
যোগাযোগ ব্যবস্থাঃ
 ১।
পাকা রাস্তাঃ
২০২.৯৮ কিঃ মিঃ
২।
কাঁচা সড়কঃ
৩৯৬.৪৭ কিঃ মিঃ
৩।
রেলপথঃ
৩.০ কিঃ মিঃ
৪।
ব্রীজ ও কালভার্টঃ
৫৯৪টি
৫।
ডাকঘরঃ
১৭টি
ভূমি সংক্রান্তঃ
১।
তহসিল অফিসঃ
০৩টি
২।
মোট কৃষি জমির পরিমাণঃ
২২,৬৬৫ হেক্টর
৩।
খাস জমিঃ
৬৪৩.৮৫ একর
৪।
সরকারী খাস পুকুরঃ
৯৭২টি
৫।
গভীর নলকুপঃ
৮৩৮টি
৬।
হাট বাজারঃ
২১টি
ধর্মীয় ও অন্যান্য প্রতিষ্ঠানঃ
১।
মসজিদঃ
৩৯৩টি
২।
মন্দিরঃ
২২টি
৩।
গীর্জাঃ
১৬টি
৪।
প্যাগোডাঃ
০১টি
৫।
এতিমখানাঃ
০২টি
৬।
ব্যাংকঃ
০৭টি
৭।
এনজিওঃ
৩০টি
৮।
সমবায় সমিতিঃ
২৫৭টি
ঐতিহাসিক ও প্রত্নতাত্বিক নিদর্শণঃ
১। বিহারৈলের বৌদ্ধ বিহার
২। মাদারীপুরের পাগলা শাহ’র মাজার
৩। সিধাইড়ের মসজিদ ও মাজার
৪। কুঠিপাড়ার নীলকুঠি
৫। গোল্লাপাড়ার বধ্যভূমি