কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ শিক্ষার্থীদের দুই দিন ব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১২ ও ১৩ মার্চ অনুষ্ঠিত দুই দিনে কলেজের ৫০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের ট্রেনিং বাসের সুসজ্জিত ভ্রাম্যমান ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার আঃ মতিন। প্রশিক্ষণে সহায়তা করেন কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র প্রভাষক সারোয়ার জাহান। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা প্রদান করেন, কলেজ অধ্যক্ষ মোঃ আতাউর রহমান।

উক্ত প্রশিক্ষণে শিক্ষার্থীদের আধুনিক তথ্য-প্রযুক্তির বিভিন্ন বিষয় হাতে-কলমে দেখান এবং তথ্য-প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ দেন।

 

মন্তব্য করুন