কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।  ১৯৭১ সালের এই দিনটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে সর্বাত্মক লড়াই শুরু করেছিল বাঙালি। যার ধারাবাহিকতায় ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বরে জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ।

সকালের আলো ফোটার সাথে সাথে কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান সহ অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এর পর শিক্ষক-শিক্ষার্থীরা তানোর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তানোর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ব্যান্ড বাজিয়ে ব্যান্ডের তালে তালে  মার্চপাস্ট ও জাতীয় পতাকায় সালাম প্রদর্শন করে। এরপর শিক্ষার্থীরা কুচকাওয়াজ এ অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন ও মার্চপাস্টের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুুহাঃ শওকাত আলী। আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।

[উপরের ছবিতে: (বাঁ দিক থেকে) অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। পিছনে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের দেখা যাচ্ছে]

 

 

Comments are Closed