তুমি কত সুন্দর

তুমি কত সুন্দর

তুমি সুন্দর তাইতো শুধু তোমার পানে চেয়ে থাকি
তোমার নয়ন মনিতে দেখিতে পায় নিজের ছবি।

আমার হৃদয়ে তোমার স্মৃতি রয়েছে যে গো জড়িয়ে
তাইতো তোমায় পুলকিত মনে তাকিয়ে দেখি বারেবারে।

লোকলজ্জা বাধা দিতে পারে নাক হেন কাজে
আমি যে নিজেকে হারিয়ে ফেলেছি তোমারি মাঝে।

পৃথীবিতে যা কিছু সুন্দর
সবার কাছে তা হয় সমাদর।

কাউকে যদি সেই সুন্দর করে আকর্ষণ
তাহলে কি তারে দূষিবারে পারে সর্বজন।

যে যাই বলুক সাহসিরা করে না দূর্ণামের ভয়
শত বাধা ঠেলে সে তার সুন্দর কে পেতে চায়।

পৃথীবিতে এমন কত ভীরু মানুষ আছে
বাধা পেয়ে হারিয়ে গেছে নিষ্ঠুর সমাজের কাছে
তাই মনে হয় মানুষ যদি মানুষের মত হতো
তাহলে তারা সুন্দরের মর্যদা দিতে জানতো।

(বরেন্দ্র কইন্যা ‘শাপলার কবিতা’
লেখিকা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী)

মন্তব্য করুন