তানোরে শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত

[শিক্ষক সমাবেশে বক্তব্য রাখছেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী]

তানোর উপজেলা স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওর ফারুক চৌধুরী। শিক্ষক সমাবেশ তানোর উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

তানোর আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হাবিবুর রহমান মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, তানোর শাখার সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র জনাব মোঃ গোলাম রাব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ শওকাত আলী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব আবদুল্লাহ আল মানুষ, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি জনাব মোঃ লুৎফর হায়দার রশীদ (ময়না) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মীর্জা আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আমিরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, মুক্তিযুদ্ধ ও একাত্তরের চেতনায় শিক্ষকদের দেশ গঠনের আহবান জানান। স্বাধীনতার মাসে শিক্ষকদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে আদর্শ নাগরিক তৈরীতে আত্মনিয়োগ করার কথা বলেন।

শিক্ষা ও শিক্ষক গণের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদানের কথা শিক্ষকদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আগামীতে শিক্ষা ও শিক্ষক গণের উন্নয়নে আরো বেশী গুরুত্ব দিয়ে কাজ করবে আওয়ামী লীগ সরকার। সমাবেশে শিক্ষদের তানোর উপজেলাকে মাদক. সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়তে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবার অনুরোধ জানান।

[শিক্ষক সমাবেশে বক্তব্য রাখছেন প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ]

মন্তব্য করুন